আজকাল ওয়েবডেস্ক : বাতাসে ধুলোর পরিমান বেশি হলে সেখান থেকে দেহে নানা ধরণের রোগের সৃষ্টি হয়ে থাকে। এই খবরের সঙ্গে আমরা সকলেই পরিচিত। তবে বায়ুদূষণের ফলে যে ব্রেন স্ট্রোক হতে পারে সেটা কী আমরা জানি।
সম্প্রতি একটি গবেষণা থেকে দেখা গিয়েছে ভারত, আমেরিকা, নিউজিল্যান্ড, ব্রাজিল, আরবের মত দেশে বায়ুদূষণের পরিমান এতটাই বেশি হয়ে গিয়েছে যে এই দেশগুলিতে মানুষের মধ্যে ব্রেন স্ট্রোকের পরিমান বাড়ছে। এমনকি কয়েকটি ক্ষেত্রে এর প্রভাব এতটাই বেশি থাকছে যে মানুষের মৃত্যু হতে বেশি সময় লাগছে না। গোটা বিশ্বে যেভাবে বায়ুদূষণ বাড়ছে তাতে উদ্বিগ্ন সকলেই।
পাশাপাশি দেখা গিয়েছে ১৯৯০ সাল থেকে শুরু করে ২০২১ সাল পর্যন্ত এই সমস্ত দেশগুলিতে স্ট্রোকজনিত সমস্যা বেড়েছে ৭০ শতাংশ। এই বৃদ্ধির হার যথেষ্ট উদ্বেগজনক। বায়ুদূষণের ফলে মানুষের মধ্যে রক্তচাপের তারতম্য ঘটছে। এরফলে দেখা গিয়েছে যেকোনও বয়সের মানুষের মধ্যেই এই ব্রেন স্ট্রোক হতে পারে।
বেশি যারা বাইরে ঘুরে কাজ করেন তাদের মধ্যে এর প্রবণতা অনেকটাই বেশি থাকে। তবে আরও খারাপ খবর হল যারা বেশি ধূপমান করেন তাদের মধ্যে এই ব্রেন স্ট্রোক হওয়ার প্রবণতা আরও বেশি থাকে। ফলে গোটা বিষয়টি নিয়ে চিন্তিত দেশের গবেষকরা।
