আজকাল ওয়েবডেস্ক: বুধবার, এয়ার ইন্ডিয়া ঘোষণা করেছে যে এক প্রশিক্ষক পাইলটের গাফিলতির কারণে তাঁর চাকরি বাতিল করা হয়েছে এবং ওই প্রশিক্ষকের অধীনে প্রশিক্ষণ নেওয়া ১০ পাইলটকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত উড়ানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

একজনের অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, এক প্রশিক্ষক পাইলট যথাযথভাবে তাঁর দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। এরপর এয়ার ইন্ডিয়া একটি বিস্তারিত তদন্ত চালায় এবং অভিযোগ প্রমাণিত হয়।

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানায়, প্রশিক্ষক পাইলটের চাকরি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ওই প্রশিক্ষকের অধীনে প্রশিক্ষিত ১০ জন পাইলটকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত উড়ান থেকে বিরত রাখা হয়েছে।

এয়ার ইন্ডিয়া বিষয়টি স্বেচ্ছায় ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA)-কে জানিয়েছে এবং অভিযোগকারীকে সাহসিকতার জন্য প্রশংসা করেছে।

উল্লেখ্য, এয়ার ইন্ডিয়া ২০২২ সালের জানুয়ারি মাসে টাটা গ্রুপের অধীনে আসে এবং তখন থেকে টাটা কোড অফ কন্ডাক্ট প্রয়োগ করে প্রতিষ্ঠানটিতে নৈতিক মানদণ্ড প্রতিষ্ঠায় কাজ করছে।