আজকাল ওয়েবডেস্ক: এয়ার ইন্ডিয়ার এআই-১৭১-এর একটি 'ব্ল‍্যাক বক্সে'ক কী হল? তা নিয়ে নানা জল্পনা। এসবের মধ্যেই এয়ার ইন্ডিয়া জানিয়ে দিল, এখনও ব্ল্যাক বক্সের সন্ধান মেলেনি। 

ব্ল্যাক বক্স আদতে কী?

ব্ল্যাক বক্সের কাজ? 
এটিকে মূলত বলা হয় ফ্লাইট রেকর্ডার। যা কিনা মূলত ককপিটের যাবতীয় অডিও রেকর্ড করে রাখে। এবং বিমানের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য জমা রাখে। আর এর উপর ভিত্তি করেই ফরেন্সিক টিম দুর্ঘটনার কারণের উৎস খুঁজে পায়। প্রাকৃতিক দুর্যোগ, পাইলটের ভূল কিংবা অন্য কারও দ্বারা ভূল নাকি যান্ত্রিক ত্রুটি কোনটা দায়ী? সব জানা যায় ব্ল্যাক বক্সের মাধ্যমে। 

কোথায় থাকে?
দুর্ঘটনায় বিমানের পিছনের অংশের ক্ষিতি কম হয় বলে বিমানের পিছন দিক বা লেজের অংশে থাকে ব্ল্যাক বক্স। এটি বিমানের অন্যতম গুরুত্বপূর্ণ ডিভাইস। এই যন্ত্র দুর্ঘটনার সময় ঠিক কী সিচ্যুয়েশন বিমানের মধ্যে তৈরি হয়েছিল, গোটা ঘটনার পুননির্মান করে ফেলে এই ডিভাইস। 

ককপিটের অডিও রেকর্ড বলতে ঠিক কী কী রেকর্ড করে এই ডিভাইস? ককপিটে পাইলটের কথোপকথন, ইঞ্জিনের আওয়াজ এবং রেডিও মাধ্যমে কী কী বার্তা গিয়েছে, তার যাবতীয় হালহদিশ দিয়ে দেয় এই ব্ল্যাক বক্স। কারণ তদন্তকারীরা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে দেখে ইঞ্জিন নয়েজকেই।  ইঞ্জিন নয়েজ থেকেই বুঝে নেওয়া হয়, দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে কতটা স্পিডে চলছিল ইঞ্জিন, ঠিক কোন কোন সিস্টেমগুলি ফেল করে গিয়েছিল? কী কী সতর্কবার্তা ছিল, তাও জানান দেয় এই ডিভাইস। 

ব্ল্যাক বক্স দেখতে কেমন?
ব্ল্যাক বক্স কমলা বর্ণের হয়। এর নেপথ্যে রয়েছে আছে বিজ্ঞান। মূলত দুর্ঘটনা হলে, যাতে দ্রুত এটি খুঁজে পাওয়া যায় তাই কমলা রঙের হয়ে তাকে।

উৎপত্তি:
অ্যাসোসিয়েটেড প্রেসের মতে, ১৯৫৩ সালে অস্ট্রেলিয়ান বিজ্ঞানী ডেভিড ওয়ারেন ককপিট ভয়েস রেকর্ডারের ধারণাটি নিয়ে এসেছিলেন। ওয়ারেন ১৯৫৩ সালে বিশ্বের প্রথম বাণিজ্যিক জেট বিমান, ধূমকেতুর দুর্ঘটনার তদন্ত করছিলেন এবং ভেবেছিলেন বিমান দুর্ঘটনা তদন্তকারীদের জন্য ককপিটে কণ্ঠস্বরের রেকর্ডিং রাখা সহায়ক হবে, অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বিভাগ তাঁর মৃত্যুর পর এক বিবৃতিতে জানিয়েছে।

১৯৫৬ সালে ওয়ারেন একটি প্রোটোটাইপ ডিজাইনও তৈরি করেছিলেন। কিন্তু কর্মকর্তারা বুঝতে পেরেছিলেন যে ডিভাইসটি কতটা মূল্যবান হতে পারে এবং বিশ্বব্যাপী বাণিজ্যিক বিমান সংস্থাগুলিতে এটি ইনস্টল করা শুরু করতে বেশ কয়েক বছর সময় লেগেছিল। ওয়ারেনের বাবা ১৯৩৪ সালে অস্ট্রেলিয়ায় একটি বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন।