আজকাল ওয়েবডেস্ক: ভারতের আমের চাহিদা গোটা বিশ্বজুড়ে। প্রতি দেশেই তাই আম অর্ডার করে এদেশে। আর এবার সেই কাজকে এগিয়ে নিয়ে গেল এয়ার ইন্ডিয়া। তারা ১ হাজার টন আম বিদেশে পাঠাল।


এই আমগুলি ইউরোপ, উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে যাবে বলেই খবর মিলেছে। বিশ্বের বাজারে যেভাবে ভারতের আমের চাহিদা বাড়তে তা দেখে খুশি কেন্দ্রীয় সরকার। 


এই আমের তালিকায় রয়েছে আলফানসো, সাফেদা, দুসেরির মতো আম। এগুলি ভারতের উত্তর দিকের গাছে পাওোয়া যায়। এই আমের চাহিদা তৈরি হয়েছে নিউইয়র্ক, লন্ডন, ফ্র্যাঙ্কফুট, টরেন্টো, সান ফ্রান্সিসকো, টোকিয়ো এবং সিডনিতেও। তারাও এই আম খেয়ে জানিয়েছেন এটি সবার থেকে সেরা।


ভারতে আম উৎপাদনের শীর্ষ রাজ্যগুলি হল উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গ। এই রাজ্যগুলিতে উৎপাদিত আম, বিশেষ করে আলফোনসো আম, বিশ্ববাজারে বেশ চাহিদা সম্পন্ন। 


ভারতে আম রপ্তানির তথ্য অনুসারে ২০২৩-২৪ সালে ভারত থেকে বিশ্বব্যাপী ৩২,১০৪.০৯ মেট্রিক টন তাজা আম রপ্তানি হয়েছে, যার মূল্য ৪৯৫.৪৬ কোটি টাকা বা ৬০.১৪ মিলিয়ন মার্কিন ডলার। এই রপ্তানি শুধুমাত্র ইউরোপেই সীমাবদ্ধ নয়, বরং বিশ্বজুড়ে বিভিন্ন দেশে ভারতের আমের চাহিদা রয়েছে। 


কিছু উন্নত মানের আমের জাত, যেমন- আলফোনসো, তাদের গুণগত মান ও স্বাদের জন্য বিশ্ববাজারে উচ্চ দাম পায়। ভারত থেকে আম রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে এবং কৃষকদের আয় বৃদ্ধিতে সাহায্য করে।