আজকাল ওয়েবডেস্ক: গত সপ্তাহে বৃহস্পতিবার ঘটেছিল ভয়াবহ বিমান দুর্ঘটনা। সেই আতঙ্ক এখনও কাটেনি। দুর্ঘটনার ছ'দিনের মাথায় আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমান বাতিল হল। মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার তরফে বিমান বাতিলের ঘোষণা করা হয়েছে। তবে ঠিক কী কারণে বিমানটি বাতিল করা হয়েছে, তা এখনও জানা যায়নি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টা ১০ মিনিটে আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়া ১৫৯ বিমানটির। এক যাত্রী জানিয়েছেন, আজ দুপুর ১টা ১০ মিনিটে উড়ানের কথা ছিল। বিমানবন্দরে পৌঁছনোর পর জানা যায়, সেই বিমানটি ৩টে নাগাদ রওনা দেবে। পৌনে দুটোর সময় এয়ার ইন্ডিয়ার তরফে বিমানটি বাতিল ঘোষণা করা হয়।
এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট সূত্রে জানা গেছে, বাতিল হওয়া বিমানটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ছিল। পরিচালনগত ত্রুটির কারণে বিমানটি বাতিল করা হয়েছে। তবে সুস্পষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি উড়ানের কয়েক মিনিট পড়েই মাটিতে আছড়ে পড়ে। বিমানের মোট ২৪১ যাত্রী ও ক্রু মেম্বারের মৃত্যু হয়েছে। মাত্র একজন যাত্রী বেঁচে ফিরেছেন। দুর্ঘটনার জেরে আহমেদাবাদ শহরেই ৩৩ জনের মৃত্যু হয়েছিল। এই দুর্ঘটনার পর থেকে এয়ার ইন্ডিয়ার একের পর এক বিমানে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। এবার লন্ডনগামী বিমানের উড়ান কারণ উল্লেখ না করেই বাতিল করা হল।
