আজকাল ওয়েবডেস্ক : কৃত্তিম বুদ্ধিমত্তা আজকের দুনিয়ার নতুন ট্রেন্ড। এর সাহায্য নিয়ে ধীরে ধীরে মানুষ আগামী দিকে এগিয়ে যাচ্ছে। তবে এর বেশকিছু খারাপ প্রভাব পড়তে পারে সবার ওপর। সেই দিকটি এবার আলোচনা করলেন আরবিআই গভর্নর।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস সম্প্রতি ব্যাঙ্কিং ও ফিনান্সিয়াল সেক্টরে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের ঝুঁকির দিকটি আরও একবার মনে করিয়ে দেন। ফিনান্সিয়াল সেক্টরে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে কী কী বিপদের দিক রয়েছে তা নিয়েও এদিন আলোচনা করেন শক্তিকান্ত দাস।
কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভরশীলতা সিস্টেমের বড় ঝুঁকি ডেকে আনতে পারে। তিনি জানান, ফিনান্সিয়াল সেক্টরকে আমূল বদলে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এই ধরনের প্রযুক্তি আর্থিক স্থিতির পক্ষে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। তাঁর কথায়, 'অত্যাধুনিক প্রযুক্তিগত উন্নয়ন যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং ব্যবসা ও মুনাফা বৃদ্ধির নতুন নতুন রাস্তা খুলে দিয়েছে।
একইসঙ্গে এই ধরনের প্রযুক্তি আর্থিক স্থিতির পক্ষেও বাধা সৃষ্টি করতে পারে। তিনি দেখেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তার অত্যধিক প্রয়োগের ফলে কিছু মুষ্টিমেয় টেকনোলজি প্রোভাইডারই এখন বাজারে রাজত্ব করছে। এটি আর্থিক ভারসাম্য রক্ষার পক্ষে অন্তরায় হতে পারে। বেশি মাত্রায় এআই-এর উপর নির্ভরশীলতা ঝুঁকিপূর্ণ হতে পারে, যেখানে খুব কম সংখ্যক কিছু টেক প্রোভাইডারই আছেন এই বাজারে। সিস্টেমে বাড়তে পারে ঝুঁকি, এর ফলে সমগ্র ব্যবস্থা ধসে পড়তে পারে কোনও একটি ভুলে।
