সমীর ধর, আগরতলা: মাঝে একদিন। ১ নভেম্বর আখাউড়া–আগরতলা রেলপথে ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন। যদিও আগরতলার দিকে রেললাইন পাতার কাজই এখনও সম্পূর্ণ হয়নি। নভেম্বরের মধ্যেও শেষ হওয়ার কোনও সম্ভাবনা নেই। ভারতীয় রেল মন্ত্রক জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি থেকে ১ নভেম্বর এই ট্রেন চলাচলের ভার্চুয়াল উদ্বোধন করবেন। আগরতলা থেকে আখাউড়া রেলপথের দূরত্ব ১৫ কিলোমিটার। বাংলাদেশের দিকে ৯.৫৪, ভারতের দিকে ৫.৪৬ কিলোমিটার। ব্রডগেজ এবং মিটারগেজ ডুয়েল লাইন। আপাতত মালগাড়ি ছাড়া যাত্রীবাহী ট্রেন চলাচলের কোনও সম্ভাবনা নেই। সোমবার বাংলাদেশের একটি মালগাড়ি ৫টি ওয়াগনার নিয়ে ভারতের সীমান্ত স্টেশন নিশ্চিন্তপুর ঘুরে গেছে। এটা তাদের তরফে দ্বিতীয় ট্রায়াল রান। এর আগে ১৪ সেপ্টেম্বর বাংলাদেশের দিকের শেষ সীমান্ত স্টেশন গঙ্গাসাগর থেকে ভারত সীমান্তের জিরো পয়েন্ট অবধি ট্রায়াল রান করে গেছে সে দেশের আরেকটি মালগাড়ি। প্রসঙ্গত, ২০১০ সালে শেখ হাসিনার ভারত সফরের সময় আগরতলা–আখাউড়া রেলপথ প্রকল্পের মউ স্বাক্ষর হয়েছিল। ২০১৬ সালে হয় শিলান্যাস।
