আজকাল ওয়েবডেস্ক: পদপিষ্ট হয়ে ৩০ জনের প্রাণহানির পরের দিন ফের আগুন লাগল কুম্ভ মেলায়। পুড়ে ছাই হয়ে গিয়েছে জুনা আখড়ার প্রায় ১৫টি তাঁবু। ঘটনাস্থল সেক্টর ২২-এ চাতনাগ ঘাটের কাছে। মেলায় অগ্নি সংযোগের ঘটনায় আতঙ্ক ছাড়ায় ভক্তদের মধ্যে। তবে হতাহতের কোনও খবর মেলেনি। এর আগে গত ১৯ জানুয়ারি কুম্ভ মেলার সেক্টর ১৯-এ জানুয়ারি আগুন লেগেছিল। ভস্মীভূত হয়েছিল প্রায় ১৮০টি তাঁবু।
সংবাদ সংস্থা এএনআই-কে দমকল বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন যে, কোনও রাস্তা না থাকায় তাঁবুতে পৌঁছাতে দমকল কর্মীদের অসুবিধা হয়েছিল, তবে সময়মত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, ফলে তা আর ছড়িয়ে পড়তে পারেনি।।
বুধবার মহাকুম্ভে মৌনী অমাবস্যা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত, সঙ্গমে পবিত্র স্নানের জন্য জড়ো হয়েছিলেন। ভক্তদের অতিরিক্ত ভিড়েই হুড়োহুড়ি পড়ে যায়। এতেই পদপিষ্ট হয়ে ৩০ জন নিহত এবং ৬০ জনেরও বেশি আহত হন।
মেলার সঙ্গে যুক্ত এক সরকারি আধিকারিক জানিয়েছেন, এর আগে, ১৯ জানুয়ারি সেক্টর ১৯ এলাকায় প্রায় তিনটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে মহাকুম্ভে ভয়াবহ আগুন লেগেছিল। দমকল বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের কারণে কোনও হতাহতের খবর সেবারও পাওয়া যায়নি।
