আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে ৮৯টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়ার একদিন পর, শনিবার ভারতীয় জনতা পার্টির বিহার রাজ্য ইউনিট প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিংকে দল থেকে বহিষ্কার করেছে। সিংয়ের পাশাপাশি বিজেপি এমএলসি অশোক আগরওয়ালকেও বরখাস্ত করেছে। 

একটি চিঠিতে বিজেপি জানিয়েছে, দলবিরোধী কার্যকলাপের অভিযোগে আররার প্রাক্তন বিজেপি সাংসদ সিং এবং এমএলসি অশোক আগরওয়ালের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, উভয় নেতার আন্তঃদলীয় বক্তব্যের কারণে এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল। সংগঠনের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা গুরুত্বপূর্ণ। বিজেপি উভয়কেই তাঁদের অবস্থান স্পষ্ট করতে এবং তাঁদের উত্তর জমা দেওয়ার জন্য এক সপ্তাহ সময় দিয়েছে।

সর্বভারতীয় সংবাদ সংস্থা এএনআই তাদের প্রতিবেদনে জানিয়েছে, আর কে সিংকে সম্বোধন করে লেখা সাসপেনশন চিঠিতে লেখা ছিল, “আপনার কার্যকলাপ দলের বিরুদ্ধে। এটি দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের আওতায় পড়ে। দল এই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং এটি দলের ক্ষতি করেছে।” চিঠিতে আরও বলা হয়েছে, “অতএব, নির্দেশ অনুসারে, আপনাকে দল থেকে বরখাস্ত করা হচ্ছে এবং কেন আপনাকে দল থেকে বহিষ্কার করা হবে না তাঁর ব্যাখ্যা দিতে বলা হচ্ছে। এই চিঠি পাওয়ার এক সপ্তাহের মধ্যে আপনাকে আপনার অবস্থান স্পষ্ট করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে।”

বিজেপি সূত্রে খবর, সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অন্যতম একটি কারণ হল, সাম্প্রতিক বিহার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দলবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ। জানা গিয়েছে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তাঁর নিজের দলের নেতাদের বিরুদ্ধেই নানা অভিযোগ তুলেছিলেন।

অক্টোবরে বিহার বিধানসভা নির্বাচনের আগে সিং ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছিলেন যেখানে ভোটারদের অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে জড়িত নেতাদের ভোট না দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। যাঁদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন তাঁদের মধ্যে জেডি(ইউ)-এর অনন্ত সিং এবং বিজেপির সম্রাট চৌধুরীর মতো বেশ কয়েকজন এনডিএ প্রার্থীও ছিলেন। সম্রাট বিহারের বিদায়ী উপমুখ্যমন্ত্রীও ছিলেন।