আজকাল ওয়েবডেস্ক: ভারতের বিমান এবং মহাকাশ শিল্পে ইতিহাস গড়ল নয়ডার ড্রোন নির্মাণকারী স্টার্টআপ সংস্থা রাফে এমফাইবার। পরিসংখ্যান বলছে, সংস্থাটি সম্প্রতি জেনারেল ক্যাটালিস্টের নেতৃত্বে ১০০ মিলিয়ন ডলার (প্রায় ৮৩৫ কোটি টাকা) মূলধন সংগ্রহ করেছে। যা ভারতের কোনও বিমান নির্মাণ সংস্থার ক্ষেত্রে এখনও পর্যন্ত সবচেয়ে বড় বিনিয়োগ। জানা গিয়েছে, কয়েক মাস আগে পর্যন্তও এই পরিস্থিতি ছিল না। জানা গিয়েছে, স্টার্টআপ সংস্থার ড্রোনগুলি ‘অপারেশন সিঁদুর’-এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সংস্থার সিইও বিবেক মিশ্র জানিয়েছেন, ‘চিনের সঙ্গে প্রতিযোগিতায় ভারতের মূল শক্তি হবে নিজস্ব ডিজাইন, উন্নয়ন ও উৎপাদনের উপর জোর দিয়ে একটি শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তোলা’। তিনি জানান, একটি দীর্ঘ সময় উড়তে সক্ষম ড্রোনের জন্য উপযুক্ত ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন বাজারে পাওয়া যায়নি। বাজারে যা ছিল তা হয় খুব ভারী, নয়তো ব্যয়বহুল বা পারফরম্যান্সে যথাযথ ছিল না। তখন তারা সিদ্ধান্ত নেন, নিজেদেরই একটি ইঞ্জিন ডিজাইন ও তৈরি করতে হবে।
এভাবেই ভারতের প্রথম নিজস্ব ডিজাইন করা ইঞ্জিন তৈরি হয়। বিবেক মিশ্র বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল এমন একটি ইঞ্জিন তৈরি করা যা হালকা, ছোট, এবং ভাল পারফরম্যান্স দিতে পারে’। তিনি আরও জানান, ভারতীয় বহু বিজ্ঞানী, যারা ১০-১৫ বছর ধরে আমেরিকায় কাজ করছেন, এখন দেশের ড্রোন প্রযুক্তি ও গবেষণা ক্ষেত্রে ফিরে আসার আগ্রহ দেখাচ্ছেন। ভারতীয় তরুণ বিজ্ঞানীরাও এই ক্ষেত্রে আগ্রহী হয়ে উঠছেন। রাফে এমফাইবার এখনও পর্যন্ত মোট ১৪৫ মিলিয়ন ডলার অর্থাৎ ১২০০ কোটির বেশি টাকা সংগ্রহ করেছে। যা ভারতীয় প্রতিরক্ষা ও প্রযুক্তিখাতে নতুন দিগন্তের সূচনা করেছে।
