আজকাল ওয়েবডেস্ক: ১৮ বছর গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না। অবশেষে ঘৃণ্য হত্যাকাণ্ডের জেরে প্রাক্তন দুই সেনাকর্তাকে গ্রেপ্তার করল সিবিআই। শুক্রবার পুদুচেরি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে তারা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০০৬ সালে হত্যাকাণ্ডটি ঘটেছিল কেরলের কোচিতে। সিবিআই সূত্রে খবর, সেখানেই পোস্টিং ছিল রাজেশ ও ডিভিল কুমারের। কোচিতে রঞ্জিনি নামের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল ডিভিলের। সম্পর্কের কয়েক মাস পরেই রঞ্জিনি দুই কন্যাসন্তানের জন্ম দেন। কিন্তু সন্তানের দায়িত্ব নিতে অস্বীকার করে ডিভিল। কেরল মহিলা কমিশনে রঞ্জিনির মা বিষয়টি জানান। ডিভিল সন্তানের বাবা কি না, তা পরীক্ষার জন্য তোড়জোড় শুরু হয়। তখনই খুনের পরিকল্পনা করে ডিভিল।
সহকর্মী রাজেশকে সবটা জানায় সে। এরপরই রঞ্জিনি ও তাঁর ১৭ দিনের দুই কন্যাসন্তানকে নৃশংসভাবে খুন করে পালিয়ে যায়। রঞ্জিনির মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। কিন্তু রাজ্যের কোথাও তাদের খোঁজ মেলেনি। হাইকোর্টের নির্দেশে ২০১০ সালে এই মামলার তদন্তভার যায় সিবিআইয়ের কাছে।
খুনের ঘটনার ১৮ বছর পর অবশেষে পুদুচেরি থেকে রাজেশ ও ডিভিলকে গ্রেপ্তার করেছে সিবিআই। জানা গিয়েছে, সেনাবাহিনী থেকে বিতাড়িত হওয়ার পর পুদুচেরিতে পালিয়ে নাম, পরিচয় বদলে ফেলে তারা। চেহারাতেও ছিল পরিবর্তন। পুদুচেরিতে গিয়ে দু'জনেই বিয়ে করে। তাদের সন্তান রয়েছে। রঞ্জিনি হত্যাকাণ্ডের মামলায় অবশেষে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হল।
