আজকাল ওয়েবডেস্ক: রাম এবং রাবন। রামলীলা রামায়নের এই দুই চরিত্রে অভিনয় করছিলেন দু’ জন। শুরুর দিকে সব ঠিক ছিল, তবে আচমকাই বদলে গেল পরিস্থিতি। যাঁরা রাম এবং রাবনের চরিত্রে অভিনয় করছিলেন, তাঁরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

ঘটনাস্থল উত্তরপ্রদেশ। যোগীরাজ্যের আমরোহায় বিজয়ার পর রামলীলা অনুষ্ঠিত হচ্ছিল। একেবারে ক্লাইমাক্স পরিস্থিতির জন্য তৈরি ছিল মঞ্চ। আলোকসজ্জা-আবহসঙ্গীত নিয়ে তৈরি সবকিছু। ধনুক হাতে রামের সঙ্গে রাবনের লড়াইয়ের দৃশ্য মঞ্চস্থ হবে পরের মুহূর্তেই। ঠিক তার আগের মুহূর্তে বদলে যায় পরিস্থিতি। 

কিন্তু আচমকা বদলে যায় পরিস্থিতি। মঞ্চে অভিনয়ের মাঝে আচমকা রামকে ধাক্কা মারেন রাবন চরিত্রে অভিনয় করা শিল্পী। লক্ষ্মণের চরিত্রে যে অভিনয় করছিলেন, তাঁকে ঠেলে সরিয়ে দেন। তারপরেই রাম এবং রাবন চরিত্রে অভিনয় করা দুই শিল্পীর মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। দর্শকরা আচমকা তীর-ধনুক ছেড়ে রাম-রাবনকে হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখে অবাক হয়ে যান।কেউ কেউ অবাক হয়ে প্রশ্ন করেন, ‘লড়াই হয়ে গেল নাকি?’ সমাজমাধ্যমেও সেই ভিডিও ছড়িয়ে পড়েছে।