আজকাল ওয়েবডেস্ক : সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি আবগারি মামলায় এই জামিন পেয়েছেন তিনি। এরপরই সাংবাদিক বৈঠকে আপের দাবি, সত্যের জয় হবেই। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত।

নিজেদের এক্স হ্যান্ডেলে আপের পক্ষ থেকে সত্যমেব জয়তে লিখে পোস্টও করা হয়। বিষয়টি নিয়ে আপকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। দিল্লির বিজেপি নেতা বীরেন্দ্র সচদেব বলেন, জামিন পেলেও এখনও প্রমাণ হয়নি তিনি নির্দোষ। অন্তর্বর্তী জামিন মেলার অর্থ এই নয় যে, অপরাধ থেকে তিনি বেঁচে গিয়েছেন। দিল্লি আবগারি মামলায় কেজরিওয়াল দোষী। তিনিই এই ঘটনার মাস্টারমাইন্ড। দিল্লির মানুষকে লুঠ করেছেন তিনি।


এদিন দেশের সর্বোচ্চ আদালত ইডির করা মামলায় কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। তবে সিবিআইয়ের হাতে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছিলে বলে তিনি জেল থেকে এখনই বেরোতে পারছেন না। এদিন সাংবাদিক বৈঠকে বিজেপিকে পাল্টা জবাব দেন আপ নেত্রী আতীশি। তিনি বলেন, মিথ্যা মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে জড়িয়ে দিল্লির উন্নয়ন বন্ধ করতে চাইছে বিজেপি। অন্যদিকে আপের আরেক নেতা সন্দীপ পাঠক বলেন, সুপ্রিম কোর্ট বিজেপির করা আবগারি মামলাকে দুরমুশ করেছে। আপ নেতা সঞ্জয় সিং বলেন, সত্যকে বেশিদিন আটকে রাখতে পারবেন না মোদি। গোটা দেশ আপনার একনায়কত্ব দেখছে।