আজকাল ওয়েবডেস্ক: প্রায় দু'বছর ধরে একটি দপ্তরের মন্ত্রী অথচ সেই দপ্তরের কোনও অস্তিত্বই নেই! এমনটাই হল পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) মন্ত্রী কুলদীপ সিং ঢালিওয়ালের সঙ্গে। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সরকারের চোখে এই ভুল চোখে পড়ত সময় লাগল ২০ বছর। অবশেষে ভুল সংশোধন করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য সরকারে তরফ থেকে।

সূত্রের খবর, কুলদীপ প্রথমে কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের দায়িত্বে ছিলেন। ২০২৩ সালের মে মাসে মন্ত্রিসভার রদবদলের সময় তাঁকে ওই দপ্তর থেকে সরিয়ে এনআরআই বিষয়ক পোর্টফোলিও এবং প্রশাসনিক সংস্কার দপ্তরের দায়িত্ব দেওয়া হয়। ২০২৪ সালে আরও একবার মন্ত্রিসভার রদবদল করা হয়েছিল। কিন্তু তাঁর হাত থেকে এই দুই দপ্তরের দায়িত্ব কেড়ে নেওয়া হয়নি। গত ২০ মাস ধরে দুই দপ্তরেরই দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। সম্প্রতি পাঞ্জাব সরকারে নজরে আসে প্রশাসনিক সংস্কার দপ্তর নামে কোনও দপ্তরই নেই। গত ১৯ ফেব্রুয়ারি সরকারের তরফ থেকে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে কুলদীপের হাতে শুধু এনআরআই বিষয়ক পোর্টফোলিও দপ্তরের দায়িত্বে থাকবেন।

এই খবর সামনে আসতেই ভগবন্ত মান-এর সরকারকে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি। প্রশ্ন তোলা হচ্ছে যে কীভাবে একজন মন্ত্রীকে প্রায় দুই বছর ধরে একটি অস্তিত্বহীন বিভাগ পরিচালনা করার অনুমতি দেওয়া হল। বিজেপি মুখপাত্র প্রদীপ ভান্ডারি বলেন, "পাঞ্জাবে আম আদমি পার্টি প্রশাসনকে হাসির খোরাক করে তুলেছে! দলের মন্ত্রী ২০ মাস ধরে এমন একটি বিভাগ পরিচালনা করেছেন যার কখনও অস্তিত্বই ছিল না। কল্পনা করুন ২০ মাস ধরে মুখ্যমন্ত্রী জানতেনও না যে একজন মন্ত্রী একটি 'অস্তিত্বহীন বিভাগ' পরিচালনা করছেন।"