আজকাল ওয়েবডেস্ক: আদিত্য ঠাকরে। বালা সাহেব ঠাকরের নাতি। উদ্ধব ঠাকরের পুত্র। এক সময়ের মহারাষ্ট্রের মন্ত্রী ছিলেন। হিসেব বলছে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রীর সম্পত্তির পরিমাণ এই মুহূর্তে ২১.৪৭ কোটি টাকার। ভোটমুখী মহারাষ্ট্রে ৩৪ বছরের আদিত্য ঠাকরে ফের প্রার্থী হচ্ছেন। আর সেই কারণেই মনোনয়নের মাধ্যমে ফের চর্চায় তাঁর সম্পত্তির হিসেব। হিসব বলছে ২০১৯ থেকে ২০২৪, এই সময়কালে উদ্ধবের সম্পত্তি বেড়েছে ৪কোটির। 

২০১৯ বিধানসভার ভোটের আগে উদ্ধব ঠাকরের সম্পত্তির পরিমাণ ছিল ১৭.৬৯ কোটি টাকার। ২০২৪ সালের হিসেব বলছে, ৩৪ বছরের উদ্ধবের সম্পত্তির পরিমাণ ২১.৪৭ কোটি টাকা।  মোট সম্পত্তির মধ্যে অস্থাবর সম্পত্তি ১৫ কোটির বেশি। ২০১৯ সালে তাঁর অস্থাবর সম্পত্তি ছিল ১৯ কোটির কিছু বেশি। 

তাছাড়াও তাঁর কাছে রয়েছে ২০ কেজি রুপো, যার বাজার দর ১৬.৪২ লক্ষ। প্রায় ২কোটির হীরে রয়েছে। স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ৬ কোটির। ২০১৯ থেকে যদিও নতুন কোনও জমি কেননি ঠাকরে। যদিও তাঁর নামে রয়েছে দুটি বাণিজ্যিক জায়গা এবং ৫টি কৃষি জমি।