আজকাল ওয়েবডেস্ক: ফ্রি আধার কার্ড আপডেট করার দিন ছিল ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। বারবার আধার নিয়ামক সংস্থা ইউআইডিএআই-এর তরফে বলা হয়েছিল, আধার কার্ড ১০ বছরের পুরনো হলে, কিংবা তাতে কোনও ভুল থাকলে আপডেট করিয়ে নিতে হবে তা। বিনামূল্যে আধার কার্ড আপডেটের শেষ তারিখ ছিল ১৪ সেপ্টেম্বর। এর মধ্যেই অনলাইনে আধার কার্ড আপডেট করতে হবে যাঁদের প্রয়োজন। 

 

কিন্তু ১৪ সেপ্টেম্বরের মধ্যে না করলে? বলা হয়েছিল, তাতে জরিমানা লাগবে একটা অঙ্কের। এই মুহূর্তে যে কোনও কাজে প্রয়োজন আধার কার্ডের। সুতরাং এই কার্ড আপডেট করিয়ে রাখা অতি প্রয়োজনীয় বলেই মনে করে ওয়াকিবহাল মহল।

 

 

তবে নজর ছিল, পরিস্থিতি বিচারে আধার কার্ড আপডেট করার দিন নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয় কি  না। ১৪ সেপ্টেম্বর, অর্থাৎ বিনামূল্যে আধার আপডেটের শেষ দিনে জানা গেল, শনিবারই নয়, এর পরেও আরও কয়েকমাস করা যাবে বিনামূল্যে আধার কার্ড আপডেট।

 

 

আধার কার্ড নিয়ামক সংস্থা জানিয়েছে, বিনামূল্যে আপডেটের শেষ তারিখ বাড়ানো হয়েছে। ১৪ সেপ্টেম্বরে বদলে ১৪ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে করা যাবে আধার কার্ড আপডেট। তারপরেই লাগব জরিমানা। ইউআইডিএআই এর তরফে জানানো হয়েছে, বহু মানুষের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাই আধার পোর্টালে গিয়ে সাধারণ মানুষ ১৪ ডিসেম্বর পর্যন্ত আধার কার্ড বিনামূল্যে আপডেট করাতে পারবেন বলেও জানানো হয়েছে।