আজকাল ওয়েবডেস্ক: রাজস্থানের উদয়পুরের একটি বেসরকারি আইটি সংস্থার সিইও, সংস্থার এক এক্সিকিউটিভ এবং তাঁর স্বামীর বিরুদ্ধে ভয়াবহ গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। পার্টির পর বাড়ি পৌঁছে দেওয়ার অজুহাতে এক মহিলা কর্মীকে গাড়িতে তুলে চলন্ত অবস্থাতেই ধর্ষণ করার অভিযোগ উঠেছে। ঘটনায় সংস্থার সিইও, এক পুরুষ সহকর্মী এবং তাঁর স্ত্রী-সহ মোট তিন জনকে গ্রেফতার করেছে উদয়পুর পুলিশ।

ঘটনাটি গত ২০ ডিসেম্বরের বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। নির্যাতিতা নিজে থানায় অভিযোগ দায়ের করার পরই তদন্ত শুরু হয়। তাঁর বয়ান রেকর্ড করা হয় এবং মেডিক্যাল পরীক্ষা করানো হয়। উদয়পুরের জেলা পুলিশ সুপার যোগেশ গোয়েল জানান, চিকিৎসা পরীক্ষায় আঘাতের চিহ্ন মিলেছে, যা প্রাথমিক ভাবে গণধর্ষণের অভিযোগকে মান্যতা দিয়েছে।

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা রাত ৯ নাগাদ পার্টিতে আসেন। পার্টি চলে রাত দেড়টা পর্যন্ত। পার্টিতে উপস্থিত সকলেই মদ্যপান করেন। তবে নির্যাতিতা অতিরিক্ত মদ্যপ অবস্থায় ছিলেন।

নির্কেয়াতিতাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়
এনডিটিভি রাজস্থানের একটি প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত মদ্যপানের জেরে যখন ওই মহিলার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে, তখন তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।

সংবাদ সংস্থা পিটিআই পুলিশকে উদ্ধৃত করে দিয়ে জানিয়েছে, সংস্থার মহিলা এক্সিকিউটিভ নির্যাতিতাকে তাঁর গাড়িতে তোলেন। এক্সিকিউটিভের স্বামী এবং সিইও-ও গাড়িটির ভেতরে ছিলেন এবং তাঁরা তিনজন ভুক্তভোগীকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য রওনা হন।

যাত্রাপথে সিইও, ওই মহিলা এক্সিকিউটিভ এবং তাঁর স্বামী একটি দোকান থেকে সিগারেটের মতো দেখতে একটি জিনিস কেনার জন্য গাড়ি থামান এবং সেটি নির্যাতিতাকে দেন। অভিযোগ, সেটি খাওয়ার পর নির্য়াতিতা অচেতন হয়ে পড়েন। পরের দিন সকালে নির্য়াতিতাবুঝতে পারেন যে তাঁকে যৌন নির্যাতন করা হয়েছে। তারপরই তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তদের আটক করা হয়েছে
পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে উদয়পুরের পুলিশ সুপার (এসপি) যোগেশ গোয়েল বলেন, "নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।" তিনি আরও বলেন, মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট এবং জবানবন্দির পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।