আজকাল ওয়েবডেস্ক: ফের নির্যাতনের শিকার এক মহিলা। মাত্র ১৬ বছর বয়সী একটি দলিত মেয়েকে অপহরণ করে ধর্ষণ করা হয়। ঘটনাটি উত্তর প্রদেশের।
রবিবার, সে রাজ্যের পুলিশ জানিয়েছে, গাড়ির মধ্যে থাকা পরিচয়পত্রের মাধ্যমে এই ঘটনাটি ধরা পড়ে। এমনকী এই নৃশংস ঘটনাটি ঘটিয়ে সেটার রেকর্ড রাখা হয়েছে ফোনে। ওই লোকটির নাম রশিদ বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটে সকাল ১০ টার দিকে।
জানা গিয়েছে, রশিদ নামের ওই ব্যক্তি মেয়েটিকে তাঁর বাড়ির বাইরে থেকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। সেইসময় মেয়েটি আবর্জনা ফেলতে বাইরে গিয়েছিল। তখনই তাঁর সঙ্গে নৃশংস ঘটনাটি ঘটে। শুধু ধর্ষণই নয়, তাঁকে বর্ণবাদী বলে গালিগালাজও করা হয়। মেয়েটিকে ধর্ষণ করার পর সে তাঁকে গ্রামের বাইরে শ্মশানের কাছে একটি রাস্তায় ফেলে দেয়।
মেয়েটিকে যখন তুলে আনা হয়, তখন মেয়েটির বাবা বাড়িতে ছিলেন না। দূরে শ্রমিকের কাজ করছিলেন। অন্যদিকে মেয়েটির মা একটি মাঠে কাজ করছিলেন। এমনটাই জানা গিয়েছে পরিবার সূত্রে।
এই ঘটনায় শুক্রবার রশিদকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণ এবং নৃশংসতা (প্রতিরোধ) আইন এবং পকসো আইনের অধীনে মামলা রুজু করা হয়েছে, এমনটাই জানানো হয়েছে পুলিশের তরফে।
