আজকাল ওয়েবেডস্ক: স্কুলের বাসের পছন্দের সিটে বসবে কে, তা নিয়ে দুই স্কুলপড়ুয়ার মধ্যে ঝামেলা। সেখান থেকে হাতাহাতি। তার জেরে মৃত্যু হল ক্লাস নাইনের এক পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর সালেমের এডাপ্পাডিতে। 

পুলিশ সূত্রে খবর, সোমবার বিকেলে ঝামেলার সূত্রপাত স্কুল বাসের একটি নির্দিষ্ট সিটে বসা নিয়ে। কথা কাটাকাটি শুরু হতেই এক পড়ুয়ার কান্দাগুরু (১৪)-র বুকে ধাক্কা মারে। আঘাতের চোটে বাসের মধ্যেই পড়ে যায় ওই ছাত্র। সেই সময় মাথাতেও চোট লাগে তার। এর ফলে অজ্ঞান হয়ে যায় ছাত্রটি। বাসচালক এবং তাঁর সহকর্মীরা দ্রুত ওই ছাত্রকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানেই আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে মৃত্যু হয় কান্দাগুরুর।

হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন, বুকে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার সময় ছাত্রটির মাথাতেও চোট লাগে। পরীক্ষায় দেখা গিয়েছে, বুকে এবং মাথায় পর পর দু'টি শক লাগায় মৃত্যু হয়েছে তার।

কান্দাগুরুর পরিবারের অভিযোগের ভিত্তিতে এডাপ্পাডি থানার পুলিশ ঘাতক ছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই ছাত্রটিকে রিমান্ড হোমে পাঠানো হয়েছে। স্কুলটির বাইরেও পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।