আজকাল ওয়েবডেস্ক: উৎসবের মরশুমের মাঝেই ভয়াবহ পরিস্থিতি। দিওয়ালি সবে পেরিয়েছে, উৎসবের মেজাজ এখনও জারি। তার মাঝেই রবিবার। সপ্তাহান্তের ভিড়ের মাঝেই গ্রেনেড হামলায় কাঁপল উপত্যকা। রবিবার জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে দুপুর নাগাদ গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। 

আহতদের শ্রী মহারাজা হরি সিং হাসপাতালে ভর্তি করা হয়েছে, শেষ পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছেন তেমনটাই। সর্বভারতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, শ্রীনগর বাজার এলাকায় ট্যুরিস্ট রিসেপশন সেন্টারের কাছে এই বিস্ফোরণ ঘটে। স্বাভাবিক ভাবেই বিস্ফোরণের ঘটনায় এলাকায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে। 

 

জানা গিয়েছে, আহতদের মধ্যে আটজন পুরুষ এবং একজন মহিলা রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং আধাসামরিক বাহিনী উপস্থিত হয়েছে ঘটনাস্থলে। ইতিমধ্যে ঘটনার তীব্র নিন্দা করেছেন ওমর আবদুল্লাহ। এই ঘটনাকে তিনি উদ্বেগজনক বলেও অভিহিত করেছেন। তাঁর মতে, সাধারণ নাগরিকদের নিশানা করার কোনও যুক্তি নেই। গ্রেনেড হামলায় কারা জড়িত, শুরু হয়েছে তল্লাশি।