আজকাল ওয়েবডেস্ক: সন্ধের পর নিরাপদ বোধ করেন না মহিলারা। বিশেষত বাসে চড়তে ভয় পান তাঁরা। সম্প্রতি নিজের শহরের মধ্যে গণপরিবহন নিয়ে ব্যাপক ক্ষোভ উগরে দিলেন তাঁরা। সমীক্ষায় ধরা পড়ল, ৭৭ শতাংশ মহিলা সন্ধের পর বাসে চড়তে ভয় পান। কোনও গ্রাম, মফস্বলের ঘটনা নয়। দেশের রাজধানীতেই নিরাপত্তার অভাব বোধ করছেন মহিলারা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, 'রাইডিং দ্য জাস্টিস রুট' শিরোনামে একটি প্রতিবেদন গ্রিনপিস ইন্ডিয়া প্রকাশ করেছে। মঙ্গলবার দিল্লি সরকারের 'গোলাপি টিকিট' নীতির পঞ্চম বার্ষিকী ছিল। এই প্রকল্পের আওতায় দিল্লির সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুযোগ পান মহিলা ও রূপান্তরকামীরা। সমীক্ষায় দেখা গিয়েছে, 'গোলাপি টিকিট' প্রকল্পে মহিলারা যারপরনাই খুশি। নিত্যদিনের যাতায়াতে খরচ কমছে। যাতায়াতে ব্যয় কমায় অন্য খাতে খরচ করতে পাচ্ছেন সকলে। ইতিমধ্যেই ১০০ কোটির মাইলফলক পার করেছে 'গোলাপি টিকিট'।
সমীক্ষায় এও দেখা গিয়েছে, ২৫ শতাংশ মহিলা যাতায়াতের জন্য বাসকে বেছে নিচ্ছেন। আগে এত পরিমাণ মহিলা বাসে চড়তেন না। সুযোগ, সুবিধা ভোগ করলেও শহরের নিরাপত্তা নিয়ে বহু মহিলা প্রশ্ন তুলেছেন। তাঁরা জানিয়েছেন, বিনামূল্যে যাতায়াতের সুযোগ থাকলেও সন্ধের পর বাসে চড়তে ভয় পান তাঁরা।
৭৭ শতাংশ মহিলা জানিয়েছেন, সন্ধের পর আলো থাকে না বহু রাস্তায়। বাসের সংখ্যাও কম থাকে। ভিড় বাসে নিত্যদিন শ্লীলতাহানির ঘটনা ঘটেই থাকে। কেউ প্রতিবাদ করেন, কেউ করেন না। রাতের শহরে বহু অনভিপ্রেত ঘটনা ঘটেই থাকে। যা ঘিরে আতঙ্কে থাকেন তাঁরা। সরকারি প্রকল্পের সুবিধা পেলেও, নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।
