আজকাল ওয়েবডেস্ক: মহাকুম্ভে পুণ্যস্নান সেরে বাড়ি ফিরছিলেন সদলবলে। ফেরার পথে সকালবেলায় ভয়াবহ পথ দুর্ঘটনার কবল পড়লেন একদল পুণ্যার্থী। মিনিবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সজোরে সংঘর্ষ হয়। এর জেরে সাতজন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একাধিক পুণ্যার্থী। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ মধ্যপ্রদেশের জবলপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে। মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে স্নান সেরে গতকাল রাতেই বাড়ির উদ্দেশে রওনা দেন পুণ্যার্থীরা। এদিন জবলপুরের কাছে পুণ্যার্থী বোঝাই মিনিবাসে সজোরে ধাক্কা মারে ট্রাকটি। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়েছে। 

পুলিশ জানিয়েছে, পুণ্যার্থীরা অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ছিলেন। মিনিবাসে ২৫ জন পুণ্যার্থী ছিলেন। ট্রাকটি ভুল লেন দিয়ে যাচ্ছিল। চালকের ভুলেই মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পুরোপুরি দুমড়ে মুচড়ে যায় বাসটি। স্থানীয়রাও জানিয়েছেন, ট্রাকটি ট্রাফিক না মেনেই উল্টোদিক দিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। আহতদের মধ্যে অনেকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।