আজকাল ওয়েবডেস্ক: বর্ষার একটানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি ত্রিপুরায়। গত ৪৮ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ দুইজন। গৃহহীন হাজার হাজার মানুষ। এর মাঝেই আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃতদের মধ্যে পাঁচজন শুধু দক্ষিণ ত্রিপুরা জেলার। একটানা মুষলধারে বৃষ্টির কারণে সবকটি নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে সাড়ে পাঁচ হাজারের বেশি পরিবার ঘরছাড়া। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দুইদিন ত্রিপুরা জুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বন্যা পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই ২০০টি উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। এর মধ্যে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল বাহিনীও রয়েছে। রাজ্যের বন্যা কবলিত এলাকার পাশেই মোট ১৮৩টি অস্থায়ী শিবির খোলা হয়েছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ।
