আজকাল ওয়েবডেস্ক: মর্মান্তিক পথ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে। গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বেপরোয়া লরির। দুর্ঘটনায় প্রাণ হারালেন ইসকনের ছয়জন সদস্য। ঘটনার পর পলাতক লরির চালক। দুর্ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত জারি রয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনাটি অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায়। রবিবার পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। মৃতেরা সকলেই ইসকন অনন্তপুরের সদস্য ছিলেন। সকালে তাদিপত্রিতে ইসকনের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখান থেকে অনন্তপুরে ফিরছিলেন। মাঝপথেই ঘটে দুর্ঘটনাটি।
পুলিশ জানিয়েছে, নয়নপল্লি ক্রস রোড এলাকায় গাড়িটিকে সজোরে ধাক্কা মারে বেপরোয়া গতির একটি লরি। গাড়ির সামনের ও পিছনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। তার মধ্যেই ছিলেন ছয়জন সদস্য। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখান থেকে দেহগুলি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দেহগুলি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
