আজকাল ওয়েবডেস্ক: ইচ্ছে ও জেদের কাছে হার মানলো বয়সের বাধা। কোনও প্রথাগত প্রশিক্ষণ ছাড়াই এভারেস্ট বেস ক্যাম্পে সফলভাবে ট্রেকিং করলেন কেরলের ৫৯ বছরের এক দর্জি। কান্নুরের থালিপ্পারাম্বার বাসিন্দা বাসন্তী চেরুভিত্তিল, দৃঢ় সংকল্প এবং আত্ম-শিক্ষার মাধ্যমে এই অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন। গত ১৫ ফেব্রুয়ারি নেপালের সুরকে থেকে ট্রেকিং শুরু করার পর ২৩ ফেব্রুয়ারি তিনি এভারেস্টের দক্ষিণ বেস ক্যাম্পে পৌঁছন।

ইউটিউব দেখে কীভাবে প্রশিক্ষণ নিয়েছিলেন বাসন্তী?
বন্ধুদের সন্দেহ সত্ত্বেও, চেরুভিত্তিল তাঁর স্বপ্ন সফল করতে চার মাস ধরে প্রশিক্ষণ নিয়েছিলেন। তিনি প্রতিদিন তিন ঘন্টা হাঁটা, ট্রেকিং বুট পরে অনুশীলন করেছিলেন। সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে ৫-৬ কিলোমিটার হাঁটতেন। যোগাযোগের সুবিধায় শিখে নেন হিন্দিও। এছাড়া ট্রেকিং-এর প্রাথমিক কৌশলগুলি জানতে ইউটিউব ভিডিও দেখেছিলেন।

এভারেস্ট বেস ক্যাম্পে বাসন্তী চেরুভিত্তিলের যাত্রা খুব সহজ ছিল না। খারাপ আবহাওয়ার কারণে লুকলার উদ্দেশ্যে তাঁর ফ্লাইট বাতিল করা হয়, যার ফলে তাঁকে নেপালে দেখা এক জার্মান দম্পতির সাহায্যে সুরকে হয়ে বিকল্প পথ খুঁজতে হয়। পথে, তিনি সারা বিশ্ব থেকে আসা ট্রেকারদের মুখোমুখি হন, যার মধ্যে তিরুবনন্তপুরমের এক বাবা-ছেলে জুটিও ছিলেন।

ট্রেকিংটি ছিল খুবই কঠিন, খাড়াই ও সরু পথ, এবং গভীর গিরিখাতে পরিপূর্ণ। বাসন্তী প্রতিদিন ছয় থেকে সাত ঘন্টা করে হাঁটতেন, ক্লান্তি এড়াতে ঘন ঘন বিরতি নিতেন। স্বপ্ন সফল হওয়ার পর ৫৯ বছরের মহিলা বলেন, "আমার আরও সময় প্রয়োজন ছিল, তাই আমি লাঠি ব্যবহার করে ধীরে ধীরে হাঁটতাম। প্রতি কয়েক ধাপে, আমি কাঁপুনি এবং ক্লান্তি এড়াতে কমপক্ষে পাঁচটি শ্বাস নেওয়ার জন্য বিরতি নিতাম।" 

এভারেস্ট বেস ক্যাম্পে ঐতিহ্যবাহী কাসাভু শাড়ি পরে ভারতীয় পতাকা ওড়ানোর বাসন্তী চেরুভিত্তিলের একটি ছবি অনলাইনে সকলের হৃদয় জয় করেছে। যা পরে ভাইরাল হয়। জানা গিয়েছে, এটাই এই মহিলার প্রথম একক অভিযান নয়। গত বছর, তাঁর বন্ধুরা পিছু হটার পর তিনি একা থাইল্যান্ড ভ্রমণ করেছিলেন।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Vasanthy Cheruveetil (@vasanthycheruveetil)