আজকাল ওয়েবডেস্ক: অতীতে ছিলেন মাওবাদী। তা ছেড়ে যোগ দিয়েছিলেন পুলিশের চাকরিতে। কিন্তু পুলিশে যোগদানের পরেও মিলল না রেহাই। গতকাল ছত্তিশগড়ে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন যাঁরা, তাঁদের মধ্যে অধিকাংশই ছিলেন মাওবাদী। 

সর্বভারতীয় সংবাদমাধ্যমকে পুলিশ জানিয়েছে, গতকাল ছত্তিশগড়ের বিজাপুরে ভয়াবহ বিস্ফোরণে আটজন পুলিশকর্মী নিহত হয়েছেন। যাঁদের মধ্যে পাঁচজন অতীতে মাওবাদী ছিলেন। মাওবাদী আদর্শে বিশ্বাসী থাকলেও, গতবছর তাঁরা আত্মসমর্পণ করেছিলেন। এরপর তাঁরা নিরাপত্তাবাহিনীতে যোগ দিয়েছিলেন। 

বস্তারের আইজি সুন্দররাজ পি জানিয়েছেন, বিস্ফোরণে শহিদ হয়েছেন হেড কনস্টেবল বুধরাম কোরসা, কনস্টেবল দুম্মা মারকাম, কনস্টেবল সোমদু ভেট্টি, পান্ড্রু রাম ও বামন সোধি ছিলেন জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) জওয়ান। বুধরাম কোরসা ও বামন সোধি ছিলেন বিজাপুর জেলার বাসিন্দা৷ বাকি তিনজন দান্তেওয়াড়া জেলার বাসিন্দা ছিলেন। 

গতবছর বস্তার অঞ্চলে ৭৯২ জন মাওবাদী আত্মসমর্পণ করেছিল। তাঁদের মধ্যে অনেকেই নিরাপত্তাকর্মী হিসেবে কাজ শুরু করেন। গতকালের বিস্ফোরণে আত্মসমর্পণ করা পাঁচজন মাওবাদী মারা যান।