আজকাল ওয়েবডেস্ক: সন্তানদের মঙ্গলকামনায় ব্রত পালন। সেই ব্রত পালনের জন্যই জলে নেমেছিলেবন অনেকে মিলে। কিন্তু পরিণতি হল মর্মান্তিক। সন্তানদের মঙ্গলকামনার ব্রতর দিনেই, জলে ডুবে মৃত্যু পরপর ৩৭ শিশু। ৩৭ শিশু-সহ মোট ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত।
ঘটনাস্থল বিহার। জিতিয়া ব্রত পালনের সময় তা ঘটে বলে জানা গিয়েছে।বৃহস্পতিবার সর্বভারতীয় সংবাদ মাধ্যম প্রাথমিক ভাবে জানিয়েছিল ঔরঙ্গবাদ জেলার দুটি ভিন্ন গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। তখনও পর্যন্ত আট জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পরে বাড়ে মৃতের সংখ্যা। শুক্রবার জানা যায়, ঔরঙ্গাবাদ, সারান, রোহতাস, পশ্চিম চম্পারন, পূর্ব চম্পারন, নালন্দা, বক্সার, সিওয়ান, বৈশালী, গোপালগঞ্জ, মুজাফফরপুর এবং আরওয়াল-সহ ১৫ জেলে জুড়ে চলেছে মৃত্যুমিছিল।
৩৭ জন শিশু-সহ ৪৬ জনের মৃত্যু হয়েছে। ২০২৩ সালে জিতিয়া ব্রত পালন করার সময়, ২২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। বৃহস্পতিবারই ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মৃত নাবালকদের পরিবার পিছু আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।
