আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টির থামার লক্ষণ নেই। এদিকে পরিস্থিতির আরও অবনতি। ক্রমেই বাড়ছে মৃত্যুমিছিল। বন্যা ও ধসের জেরে উত্তর-পূর্ব ভারতের বাসিন্দারা চরম ভোগান্তিতে। ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে ঘরছাড়া লক্ষ লক্ষ মানুষ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, একটানা ১০ দিন প্রবল বৃষ্টি হচ্ছে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪৪। গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র অসমে ১৭ জন, অরুণাচল প্রদেশে ১২ জন, মেঘালয়ে ছ'জন, মিজোরামে পাঁচজন, ত্রিপুরায় দু'জন এবং নাগাল্যান্ড ও মণিপুরে একজন করে প্রাণ হারিয়েছেন। কেউ তলিয়ে গেছেন জলের তোরে, কেউ বা ধসে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। 

 

অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, ২১টি জেলার মোট ৬ লক্ষ ৩৩ হাজার বাসিন্দা ঘরছাড়া। ১৪ হাজার হেক্টরের জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রহ্মপুত্র সহ ছ'টি নদীর জলস্তর বিপদসীমা পেরিয়ে গেছে। শুধুমাত্র মিজোরামেই গত ১০ দিনে ৫৫২টি ভূমিধসের ঘটনা ঘটেছে। 

 

এদিকে আজ মৌসম ভবন জানিয়েছে, বুধবারও অসমে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজ়োরাম এবং ত্রিপুরায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি রাজ্যগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।