আজকাল ওয়েবডেস্ক: ভোরবেলায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হল দিল্লি ও সংলগ্ন এলাকায়। আজ, সোমবার ভোরবেলায় ভূমিকম্প টের পেতেই আতঙ্কে ঘর থেকে বেরিয়ে রাস্তায় জড়ো হন সাধারণ মানুষ। ২৫ বছরে এমন তীব্র কম্পন দিল্লিতে অনুভূত হয়নি বলেই দাবি স্থানীয়দের।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, আজ ভোর ৫টা ৩৬ মিনিট নাগাদ নয়াদিল্লি, দিল্লিতে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল দিল্লির ধৌলাকুঁয়া। ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ট থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে ছিল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪।
এদিন ভোরে দিল্লি-এনসিআর ছাড়াও ভূমিকম্প হয়েছে উত্তর ভারতের একাধিক জায়গায়। আগরা, হরিয়ানা সহ একাধিক জায়গায় কম্পন টের পাওয়া গিয়েছে। নয়াদিল্লির বাসিন্দারা জানিয়েছেন, ভূমিকম্প কয়েক সেকেন্ড পর্যন্ত অনুভূত হয়েছিল। কেঁপে উঠেছিল বাড়ি, ঘরের সমস্ত জিনিস। আতঙ্কে সকলে রাস্তায় বেরিয়ে পড়েন। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এদিকে দিল্লিতে ভূমিকম্পের পরেই সাধারণ মানুষকে শান্ত, স্থির থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভূমিকম্পের পর আফটার শক অনুভূত হতে পারে। সেজন্য আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। প্রসঙ্গত, চলতি বছরে ১১ জানুয়ারি ও ২৩ জানুয়ারি দিল্লিতে ভূমিকম্প অনুভূত হয়েছিল।
