আজকাল ওয়েবডেস্ক: খুদে খেলতে বেরিয়েছিল। বয়স মাত্র ৩। তারপর আর বাড়ি ফেরেনি। খোঁজ করতে গিয়ে তাকে খুঁজে পাওয়া গেল প্রতিবেশীর বাড়ির ওয়াশিং মেশিনে। ঘটনায় তাজ্জব এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে তামিলনাডুর তিরুনেলভেলিতে। ঘটনায় ৪০ বছরের এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানাচ্ছে, মৃত ওই খুদের বাবা একজন ঠিকাদার। সোমবার সকালে খুদেকে অঙ্গনওয়াড়িতে নিয়ে যাওয়ার আগে তৈরি হচ্ছিলেন মা। বাইরে খেলছিল খুদে। তারপর আর খোঁজ পাওয়া যায়নি। দীর্ঘক্ষণ তল্লাশির পরেও খোঁজ না মেলায় খবর দেওয়া হয় পুলিশে।
পরিবারের অভিযোগের ভিত্তিতেই প্রতিবেশী এক মহিলার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। অভিযোগ ওই মহিলার সঙ্গে খুদের পরিবারের বিবাদ দীর্ঘদিনের। মহিলার বাড়িতে তল্লাশি চালিয়ে ওয়াশিং মেশিনের ভিতর খুদের দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্র জানিয়েছে, অভিযুক্ত মহিলা সম্প্রতি তাঁর নিজের সন্তান হারিয়েছেন। সম্প্রতি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সন্তানের। তারপর থেকে মানসিক ভাবে বিধ্বস্থ তিনি।
ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা। আতঙ্ক ছড়িয়েছে তাঁদের মধ্যে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। পুলিশ জানিয়েছে, একটি দল গঠন করা হয়েছে, যারা এই ঘতনার তদন্ত করবে।
