আজকাল ওয়েবডেস্ক: ১ জানুয়ারি থেকে আরবিআই বেশ কয়েকটি নতুন নিয়ম চালু করেছে। এরফলে দেশের বিভিন্ন ব্যাঙ্কের বহু অ্যাকাউন্ট প্রভাবিত হতে পারে। এমনকি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। এখনই যদি এবিষয়ে পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে আপনি সমস্যায় পড়বেন।
ব্যাঙ্কের কাজ ভাল করে করার জন্য আরবিআই বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। ব্যাঙ্ক পরিষেবা যাতে আগামীদিনে আরও ভাল হয়, ডিজিটাল ব্যাঙ্কের কাজ করা যায়, হ্যাকারদের হাত থেকে যাতে অ্যাকাউন্টগুলি রক্ষা করা যায় সেদিকে নজর রাখা হয়েছে। তাই তারা বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
১ জানুয়ারি থেকে যেসব অ্যাকাউন্ট টানা ২ বছর ধরে বন্ধ রয়েছে সেগুলিকে বন্ধ করে দেওয়া হবে। এই ২ বছর ধরে যদি এই অ্যাকাউন্টগুলিতে কোনও লেনদেন না হয়ে থাকে তাহলে সেগুলিকে বন্ধ করে দেওয়া হবে। এই অ্যাকাউন্টগুলি হ্যাকারদের কাছে টার্গেট হয়ে থাকে। তাই এগুলিকে বন্ধ করে দেওয়া হবে।
যদি কোনও অ্যাকাউন্ট ১২ মাস অর্থাৎ এক বছর ধরে কোনও লেনদেন না হয়ে থাকে তাহলে সেগুলিকেও বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে আরবিআই।
যারা মনে করছেন যে অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স রেখে দিয়ে দিনের পর দিন তাকে চালিয়ে যাবেন এবার আর তা হবে না। এই ধরণের অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হবে বলেই জানিয়ে দিয়েছে আরবিআই। যদি ব্যাঙ্কের কাছে সঠিক কেওয়াইসি না থাকে তাহলে সেই অ্যাকাউন্ট নিয়েও কঠোর সিদ্ধান্ত নেবে আরবিআই।
প্রতিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পর সেখানে ন্যুনতম ব্যালেন্স বজায় রাখতে হবে। এবিষয়ে যে গাইডলাইন রয়েছে সেগুলিকে মেনে চলতে হবে। নাহলে নতুন বছর থেকে ব্যাঙ্ক কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারে।
