আজকাল ওয়েবডেস্ক: ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় এক পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে, কালোজাদুর প্রভাবেই মৃত্যু ঘটেছে। ১০ অক্টোবর বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন দুগলু পূর্তি (৫৭), তার স্ত্রী সুকবারো পূর্তি (৪৮) এবং তাদের মেয়ে দশকির পূর্তি (২৪)।

 

 

স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তরা নির্যাতিতাদের বাড়ি থেকে টেনে নিয়ে যায় এবং পরে প্রমাণ লোপাটের জন্য তাদের মৃতদেহ প্রত্যন্ত বনাঞ্চলে ফেলে দেয়। ঘটনার খবর প্রথমে দুগলু পূর্তির ছোট মেয়ে দাদকি পূর্তির মাধ্যমে পুলিশের কাছে পৌঁছায়।

 

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জঙ্গল থেকে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জাদুবিদ্যার সঙ্গে সরাসরি সংযোগ অস্বীকার করেছে এবং হত্যার পিছনে কী উদ্দেশ্যে রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে।