আজকাল ওয়েবডেস্ক: ঠিক যেন সিনেমার কাহিনি। তরুণীর স্বপ্ন ছিল কোটিপতি হওয়ার। তার জন্য ম্যাট্রিমনি সাইটে ঢুকে একাধিক যুবককে বিয়ের প্রস্তাব দেয়। শেষমেশ বহুবিবাহ করে স্বপ্নপূরণ হয় তরুণীর। বিয়ের নামে ধোকা দিয়ে, কোটি টাকা হাতিয়ে পালিয়ে যেত সে। একদশক পর 'লুটেরি দুলহান'কে গ্রেপ্তার করল পুলিশ। তার কীর্তিতে রীতিমতো পুলিশ কর্তাদের চোখ কপালে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ধৃতের নাম, সীমা। পুলিশ জানিয়েছে, সে উত্তরাখণ্ডের বাসিন্দা। ২০১৩ সালে আগ্রার এক নামী ব্যবসায়ীকে বিয়ে করেছিলে সীমা। কিছুদিন সংসার করার পরে, ব্যবসায়ী ও তাঁর পরিবারের বিরুদ্ধে মামলা করে। খোরপোশ হিসেবে ৭৫ লক্ষ টাকা হাতিয়ে পালিয়ে যায়। 

২০১৭ সালে গুরুগ্রামের এক সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারের সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয় সে। এখানেও কিছুদিন পর বিবাহ বিচ্ছেদের মামলা করে, ১০ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। এরপর ২০২৩ সালে জয়পুরের এক ব্যবসায়ীর সঙ্গে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসে। এখানে যদিও বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেনি। বরং সুখী দাম্পত্যের অভিনয় করে, আচমকা একদিন সোনার গয়না, ৩৬ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় সীমা। এই পরিবারের তরফে অভিযোগ দায়ের করতেই, সীমাকে গ্রেপ্তার করে জয়পুর পুলিশ। 

পুলিশ জানিয়েছে, ম্যাট্রিমনি সাইট খুঁজে পাত্রদের টার্গেট করত সে। বিশেষত, ডিভোর্স হয়ে গেছে, স্ত্রী মারা গিয়েছেন এমন ধনী পাত্রদের টার্গেট করত। ভিন রাজ্যে ঘুরে ঘুরে বিয়ে করে, টাকা নিয়ে পালিয়ে যেত সীমা।