আজকাল ওয়েবডেস্ক: রবিবার মাও-বিরোধী অভিযানে সাফল্য পেল যৌথ বাহিনী। খতম হল ৩ মাওবাদী। বস্তার রেঞ্জের পুলিশের আইজি সুন্দররাজ পি জানিয়েছেন, বিজাপুরের ইন্দ্রাবতী ন্যাশনাল পার্কে অভিযান চালায় ডিআরজি, এসটিএফ ও ডিসট্রিক্ট ফোর্সের যৌথ বাহিনী। দু'পক্ষের গুলির লড়াইয়ে মৃত্যু হয় ৩ মাওবাদীর। নিহদের কাছ থেকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এলাকা ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

গত ৬ জানুয়ারি, বিজাপুরের কুটরু রোডে নিরাপত্তাবাহিনীর উপর হামলা চালিয়েছিল মাওবাদীরা। অভিযান চালিয়ে ফেরার সময় মাওবাদীদের রাস্তায় পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে ৮ জওয়ান-সহ ৯ জনের মৃত্যু হয়। বিস্ফোরণের তীব্রতায় ঝাঁজরা হয়ে যায় জওয়ানদের শরীর। তদন্তে জানা যায় তিন বছর আগে ওই রাস্তায় আইইডি পুঁতে রাখা হয়েছিল তাতেই বিস্ফোরণ ঘটানো হয়। ভয়াবহ এই হামলার পর আরও সতর্ক হয়ে যায় নিরাপত্তাবাহিনী। মাওবাদীদের খোঁজে শুরু হয় অভিযান।

বিজাপুরের ইন্দ্রাবতী ন্যাশনাল পার্কে মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে রবিবার অভিযানে নামে যৌথ বাহিনী। গোটা এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি। বাহিনীর উপস্থিতি টের পেয়েই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পালটা জবাব দেয় যৌথ বাহিনী। দু'পক্ষের গুলির লড়াইয়ের পর ৩ মাওবাদীর মৃত্যু হয়।

এ বছর এখনও পর্যন্ত ছত্তিশগড়ে পৃথক পৃথক সংঘর্ষে ১২ জন মাওবাদী নিহত হয়েছেন।