আজকাল ওয়েবডেস্ক: রাজস্থানে গভীর রাতে একটি গাড়ির সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষ। ভাদারুনার কাছে ভারতমালা এক্সপ্রেসওয়েতে দুৃর্ঘটনাটি ঘটে৷ ফলস্বরূপ ১২ বছর বয়সী শিশু সহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও ৪ জন। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গাড়িটিতে উত্তর প্রদেশের জোগিওয়ালি গ্রামের গোস্বামী পরিবারের সাত সদস্য ছিলেন। তাঁরা গুজরাটের দ্বারকাধিশ মন্দিরে তীর্থযাত্রা থেকে ফিরছিলেন। পুলিশ জানায়, ঝাব থানা এলাকায় ভোররাতে এটি ঘটে৷ সংঘর্ষে তীব্রতা এতটাই ছিল যে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়৷ এমনকি গাড়ি শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে। দুর্ঘটনার সময় গাড়ির ভেতরে সাতজন ছিলেন। 

ঘটনার জেরে সুভাষবতী (৪৫) ও তাঁর মেয়ে প্রমিলা (১২) ঘটনাস্থলেই মারা যান। গাড়ির চালক গুড্ডু পান্ডে সানচোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত চারজনের মধ্যে রয়েছেন মিঠাইলাল গোস্বামী (৫১), তাঁর ছেলে আশীষ (১৯), অনিতা (১৩) এবং কবিতা (৫)। মিঠাইলাল ও আশীষের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের গুজরাটের পালানপুরে রেফার করা হয়। অনিতা এবং কবিতা বর্তমানে সানচোর হাসপাতালে চিকিৎসাধীন। 

দুর্ঘটনায় জড়িত ট্রাকটিকে খুঁজে বের করার চেষ্টা চলছে। কর্তৃপক্ষ উত্তর প্রদেশে পরিবারের আত্মীয়দের খবর দিয়েছে। ঘটনার পূর্ণ তদন্ত  হবে পুলিশ আশ্বাস দিয়েছে৷