আজকাল ওয়েবডেস্ক: খেলতে খেলতে গভীর কুয়োয় পড়ে গিয়েছিল পাঁচ বছরের শিশু। তিনদিনেও তাকে উদ্ধার করা গেল না। কুয়োর পাশে সুড়ঙ্গ খুঁড়ে শিশুটিকে উদ্ধারের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। কিন্তু শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা যাবে কি না, তা ঘিরে আশঙ্কায় স্থানীয়রা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে রাজস্থানের দৌসা জেলায়। সোমবার দুপুর তিনটে নাগাদ মায়ের সঙ্গে ক্ষেতে যাচ্ছিল পাঁচ বছরের আরিয়ান। খেলতে খেলতে আচমকা ১৫০ ফুট গভীর কুয়োয় সে পড়ে যায়। মায়ের চিৎকার শুনে স্থানীয়া ঘটনাস্থলে পৌঁছন। তখনই দমকলে খবর দেওয়া হয়। পুলিশও ছুটে আসে ঘটনাস্থলে। সোমবার বিকেল চারটে থেকেই রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল এসে উদ্ধারকাজ শুরু করে। বুধবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি।
পুলিশ সূত্রে খবর, শিশুটিকে উদ্ধারের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর একাধিক দল কাজ করছে। সুড়ঙ্গ খোঁড়ার কাজ অনেকটাই এগিয়েছে। শিশুটিকে নলের মাধ্যমে অক্সিজেন পৌঁছে দেওয়া হয়েছে। ক্যামেরায় দেখা গিয়েছে, শিশুটি এখনও নড়াচড়া করছে। তাকে সুস্থভাবে উদ্ধারের জন্য দিনরাত এক করে কাজ করছেন সকলে।
