আজকাল ওয়েবডেস্ক: রবিবার অন্ধ্রপ্রদেশে ফের রেল দুর্ঘটনা। কোরবা-বিশাখাপত্তনম এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই পরপর তিনটি এসি কামরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের খবর নেই। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কীভাবে এসি কামরায় আগুন লাগল এবং দ্রুত ছড়িয়ে পড়ল, তা খতিয়ে দেখছেন রেল আধিকারিক এবং দমকল বাহিনী।

রবিবার সকালে বিশাখাপত্তনম স্টেশনে কোরবা- বিশাখাপত্তনম এক্সপ্রেসে ভয়াবহ আগুন লাগে। পরপর বি৬, বি৭, এম১ কামরায় দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা চত্বর। কামরা থেকে দ্রুত নেমে পড়েন যাত্রীরা। ছুটে আসেন রেল আধিকারিকরা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ চলছে।

সূত্রের খবর, বিশাখাপত্তনম থেকে ট্রেনটির তিরুপতি যাওয়ার কথা ছিল। স্টেশনে দাঁড়িয়ে ছিল ট্রেনটি। কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। গোটা ঘটনার তদন্তে ফরেন্সিক বিশেষজ্ঞদের ডাকা হয়েছে। ইতিমধ্যেই এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।