আজকাল ওয়েবডেস্ক: কেরালার কোঝিকোড়ে মাত্র ২ মাসের একটি শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসা প্রক্রিয়া চলাকালীন অস্বস্তির লক্ষণ দেখা দেওয়ার পর এই মর্মান্তিক ঘটনা। শিশুর পরিবার পুলিশকে জানিয়েছে যে অ্যানেস্থেসিয়া দেওয়ার পরই এই অস্বস্তি শুরু হয়েছে বলে তাঁদের ধারণা।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট সময়ের আগেই শিশুর জন্ম হয়। ফলস্বরূপ কিছু পারি সমস্যার লক্ষণ দেখা যায়৷ মাত্র ২৭ দিন বয়স ছিলো শিশুটির৷ খবর অনুযায়ী,  রবিবার শিশুটিকে চিকিৎসার জন্য কাক্কুর কোঅপারেটিভ ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। কিন্তু অ্যানেস্থেসিয়া দেওয়ার পর সে অস্বস্তি বোধ করে। তৎক্ষণাৎ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুকে। সবরকম প্রচেষ্টা সত্ত্বেও শিশু বাঁচতে পারেনি। রবিবার বিকেলেই মারা যায়। 

কোঝিকোড় পুলিশ ১৯৪ ধারায় অস্বাভাবিক মৃত্যুর জন্য একটি মামলা দায়ের করেছে। পুলিশ জানিয়েছে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য আজ ময়নাতদন্ত করা হবে। বর্তমানে পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ৷