আজকাল ওয়েবডেস্ক: শনিবার ছত্তিশগড়ের সুকমা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই মাওবাদী নিহত হয়েছে। সুকমার পুলিশ সুপারিনটেনডেন্ট কিরণ চবন জানিয়েছেন যে, এই দিন সকালে কিস্তারাম থানা এলাকার অন্তর্গত একটি জঙ্গলে নিরাপত্তা বাহিনী, নিষিদ্ধ মাওবাদীদের সন্ধানে অভিযান চালায়। অভিযোগ, এরপরই বাহিনীকে লক্ষ্য গুলির চালায় মাওবাদীরা। 

কিরণ চবন আরও জানান যে, জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং কোবরা (কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট অ্যাকশন - সিআরপিএফের একটি অভিজাত ইউনিট)-এর সদস্যরা শুক্রবার শুরু হওয়া ওই অভিযানে ছিল। 

পুলিশ কর্তা জানিয়েছেন, সংঘর্ষস্থল থেকে এখন পর্যন্ত দুই মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে।

বিগত কয়েক মাস ধরেই ছত্তিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে সাফল্য পেয়েছে নিরাপত্তা বাহিনী। এ দিনও সেই রেশ জারি রইল। এই বছর ছত্তিশগড়ে পৃথক সংঘর্ষে ৮৩ জন মাওবাদী নিহত হয়েছে। এর মধ্যে ৬৭ জন নিহত হয়েছেন বাস্তারের অন্তর্গত সুকমা-সহ সাতটি জেলায়।