আজকাল ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেরদিনই জঙ্গিদের তাণ্ডব। কাশ্মীরের অনন্তনাগে একাধিক জওয়ানকে অপহরণ করেছে জঙ্গিরা। এর মধ্যে একজনকে গুলি করে হত্যা করেছে তারা। আরও একজন গুলির আঘাত নিয়েই পালিয়ে কোনও মতে প্রাণে বেঁচেছেন। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কাশ্মীর পুলিশ জানিয়েছে, বুধবার সকালে অনন্তনাগের পথরীবল জঙ্গল থেকে এক জওয়ানের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম, হিলাল আহমেদ ভাট। এর আগে জঙ্গিরা তাঁকে অপহরণ করেছিল। হিলালের গুলিতে ঝাঁঝরা দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। 

 

পুলিশ জানিয়েছে, আরও এক জওয়ানকে অপহরণ করেছিল জঙ্গিরা। তাঁকেও গুলি করা হয়েছে। গুলির ক্ষত নিয়েই তিনি পালিয়ে বাঁচেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। 

 

মঙ্গলবার রাতে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানে যায় সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথবাহিনী। রাতভর তল্লাশির পর আজ সকালে দুই জওয়ানের খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকালে তাঁদের হদিশ পাওয়া গিয়েছে। এই ঘটনার পরেই বাড়তি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি।