আজকাল ওয়েবডেস্ক: ঘন কুয়াশার চাদরে ঢাকল দিল্লি সহ উত্তর ভারতের একাধিক রাজ্য। তীব্র ঠান্ডা এবং কুয়াশার কারণে দৃশ্যমানতা এতটাই কম যে দেরি করে ছেড়েছে শতাধিক বিমান এবং একাধিক ট্রেন পরিষেবা। এমনকি, কুয়াশার কারণে সড়ক পরিবহণেও বড়সড় প্রভাব পড়েছে। হরিয়ানার হিসারে এক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। দিল্লি বিমানবন্দরে শনিবার সকালে রানওয়ের দৃশ্যমানতা শূন্য হয়ে যাওয়ায় বিমান পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। ২৫০টিরও বেশি বিমান বিলম্বিত এবং ৪০টির মতো বিমান বাতিল করা হয়েছে।

 

শুক্রবার রাত থেকে শনিবার রাত ১.৩০ পর্যন্ত প্রায় ১৫টি বিমানের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘন কুয়াশার কারণে বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। একাধিক বিমান সংস্থার তরফে যাত্রীদের জানানো হয়েছে, ঘন কুয়াশার কারণে দিল্লি এবং উত্তর ভারতের কিছু অঞ্চলে বিমান পরিষেবা ব্যাহত। কলকাতা বিমানবন্দরে ৪০টি বিমান বিলম্বিত এবং ৫টি বিমান বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে। একই পরিস্থিতি দেখা গিয়েছে চণ্ডীগড়, অমৃতসর, আগ্রা এবং উত্তর ভারতের অন্যান্য বিমানবন্দরেও। কুয়াশার কারণে ট্রেন পরিষেবাও ব্যাহত হয়েছে।

 

দিল্লি, নয়ডা, গুরগাঁও, লখনউ, আগ্রা, কর্ণাল, গাজিয়াবাদ, অমৃতসর, জয়পুর এবং অন্যান্য শহরে কুয়াশার কারণে যানবাহন পরিষেবা অত্যান্ত স্লথ হয়ে গিয়েছে। ভারতের মৌসম ভবন শনিবার দিল্লির জন্য কমলা সতর্কতা জারি করেছে। শনিবার সকালে দিল্লির তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ এবং আরও কয়েকটি রাজ্যে একই রকম ঘন কুয়াশা পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছে।