আজকাল ওয়েবডেস্ক : বিহারে তুমুল বৃষ্টি। বাঘা এলাকায় আটকে পড়েছে ১৫০ জন শ্রমিক। শুরু হয়েছে উদ্ধারকাজ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী জোরকদমে কাজ করছে। বিহারে গত ২৪ ঘন্টায় ভারী বৃষ্টি হয়েছে। গন্ডক নদীর জল হঠাৎ করে বেড়ে যাওয়াতে এই ঘটনা হয়। খবর পাওয়ার পর কাজে নেমে পড়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ৪ টি বোট নামিয়ে চলছে উদ্ধারকাজ। বিগত ২৪ ঘন্টা বিহারের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হয়। ফলে কোশী, মহানন্দা, গন্ডক সব নদীর জল বেড়েছে। বিপদসীমার ওপর দিয়ে বইছে সব নদীর জল। তারই মাঝে চলছে উদ্ধারকাজ।
