নিতাই দে, আগরতলা: ১৪ কেজি সোনার বিস্কুট উদ্ধার হল। সঙ্গে উদ্ধার হল প্রায় ২ কোটি ৮৭ লক্ষ টাকা। জানা গেছে, অসম রাইফেলস এবং আয়কর গোয়েন্দা সংস্থা (ডিআরআই) এর যৌথ তল্লাশি অভিযানে ত্রিপুরার রাজধানী আগরতলার শান্তিপাড়া ও ধলেশ্বর এলাকায় অভিযান চালিয়ে বড় ধরনের সাফল্য মিলল। অভিযানে উদ্ধার হওয়া ১৪ কেজি সোনার বিস্কুটের বাজার মূল্য প্রায় ১৯ কোটি টাকা। বুধবার যৌথভাবে অসম রাইফেলস ও ডিআরআই এই কথা জানিয়েছে। জানা গেছে, অসম রাইফেলসের গোয়েন্দা বিভাগের কাছেই গোপন সূত্রে এই পাচারের খবর এসেছিল। উদ্ধার হওয়া নগদ টাকা ও সোনার বিস্কুট ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স এর কাছে হস্তান্তর করা হয়েছে। এই ধরনের অভিযান আরও জারি থাকবে বলে জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবৈধ কার্যকলাপ রুখতে অসম রাইফেলসের এই তল্লাশি অভিযান জারি থাকবে। 


অন্যদিকে উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি চেকপোস্টে অসম সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় প্রবেশের মুখে আয়কর দপ্তর বিপুল পরিমাণ নেশার সিরাপ বাজেয়াপ্ত করেছে। মঙ্গলবার রাতে চেকপোস্টে একটি লরি দেখে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সন্দেহ হয়। এরপর গাড়িটিকে আটক করা হয়। এরপর গাড়িটিতে তল্লাশি চালিয়ে ওআরএস এর প্যাকেটের ভিতর থেকে বিপুল পরিমাণ নেশার সিরাপ উদ্ধার হয়। ঘটনার খবর পেতেই চুরাইবাড়ি থানা থেকে ওসি সহ মহকুমা পুলিশ আধিকারিক, অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশ সুপার এবং ফরেন্সিক টিম ঘটনাস্থলে ছুটে আসে। কত পরিমাণ নেশার সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে তা জানা যায়নি। 
আটক করা হয়েছে লরির চালক পাঞ্জাব শেখ ও খালাসি বাসিত শেখকে। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের অনুমান, উদ্ধার হওয়া নেশার সিরাপের বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে।