আজকাল ওয়েবডেস্ক: ভোট ঘোষণার পর থেকেই ভূস্বর্গে প্রায় এক দশক ধরে সুপ্ত থাকা রাজনৈতিক প্রক্রিয়া ফের গতি পেয়েছে৷ কাশ্মীরে শেষ বিধানসভা ভোট হয়েছিল ২০১৪ সালে। তখন জম্মু ও কাশ্মীর পূর্ণ রাজ্য হিসেবেই ছিল। সেবার পিডিপি এবং বিজেপি জোট বেঁধে ভোটে জিতে সরকার গঠন করেছিল। তবে পরে বিজেপির সঙ্গে জোট ভেঙে বেরিয়ে আসেন মেহবুবা মুফতি। এর মাঝে  ৩৭০ ধারা অবলুপ্ত হয় ২০১৯ সালে। উপত্যকা পরিণত হয় কেন্দ্রশাসিত অঞ্চলে। ৩৭০ ধারা অবলুপ্তির পর, এটাই প্রথম ভোট সেখানে।

১৮ সেপ্টেম্বর প্রথম দফায় ভোট চলছে জম্মু-কাশ্মীরে। ভোট গ্রহণ হচ্ছে ২৪ আসনের। ভোটের লড়াইয়ে আজ ২১৯ জন প্রার্থী। ভোট গ্রহণ চলছে ৩২৭৬ বুথে। ভোট দেবেন ২৩ লক্ষের বেশি মানুষ।

নজরে ছিল, দশক পরের ভোটের দিকে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে উপত্যকা। সাধারণ মানুষের অংশগ্রহণের দিকে। জানা গিয়েছে বেলা ৯টা পর্যন্ত, অর্থাৎ প্রথম দু’ ঘণ্টায় ভোট পড়েছে ১১.১ শতাংশ। ওয়াকিবহাল মহলের মতে, ভোটের সকালের পরিস্থিতি দেখে, আশাব্যঞ্জক মনে করছেন তাঁরা। 

 ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপের নির্বাচন। ১ অক্টোবর তৃতীয় দফায় ভোট। ভোটের ফল প্রকাশ ৪ অক্টোবর। কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরেও ৯০টি আসনে ভোট হতে চলেছে। যার মধ্যে ৭৩টি সাধারণ এবং ১৬টি সংরক্ষিত। এখন নজরে, ভোট শেষের ফলাফলের দিকে। সাধারণ মানুষ আগামী কয়েকবছরের জন্য কাকে, কোন দলকে বেছে নেবেন, সেদিকেই নজর।