আজকাল ওয়েবডেস্ক:‌ দিওয়ালির রাতে দুর্ঘটনা। অন্ধ্রপ্রদেশে চকোলেট বোমা ফেটে মৃত এক। আহত অন্তত ছয় জন। ঘটনাটি ঘটেছে ইলুরুতে। বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ স্কুটারে বাজি নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি।  পিছনে আরও এক জন বসে ছিলেন। স্কুটারের চালক এবং পিছনে বসা ব্যক্তির মাঝে একটি বড় বস্তা রাখা ছিল। তাতেই রাখা ছিল বাজি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই বস্তায় অনেক চকোলেট বোমাও রাখা ছিল। একটি সরু গলি দিয়ে বড় রাস্তার দিকে যাচ্ছিলেন তাঁরা। আচমকাই বড় রাস্তার মুখে একটি রাস্তার উপর গর্তের মধ্যে পড়ে স্কুটারটি। তাতে ব্যাগের ভিতর থেকে চকোলেট বোমাগুলি পড়ে যায়। এরপরই বিস্ফোরণ। 
দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাস্তার মোড়ে বেশ কয়েকজন দাঁড়িয়ে ছিলেন। তাঁদের পাশ দিয়ে স্কুটারটি যাওয়ার সময়েই দুর্ঘটনা ঘটে। জোরালো বিস্ফোরণ হয়। সাদা ধোঁয়ায় ঢেকে যায় রাস্তা। ধোঁয়ার ভিতর থেকে কোনও রকমে অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন দু’জন ব্যক্তি। দু’‌জনেই কানে হাত দিয়ে রেখেছিলেন। সম্ভবত বিস্ফোরণের আকস্মিকতায় ঘাবড়ে গিয়েছিলেন তাঁরা। তবে বিস্ফোরণের তীব্রতা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে। 


এদিকে, বিস্ফোরণের তীব্রতায় স্কুটারটি সম্পূর্ণ আগুনে পুড়ে যায়। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। এক জন মারা গেছেন বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।