আজকাল ওয়েবডেস্ক:  কীভাবে ভাল রাখবেন নিজের মস্তিষ্ককে? একইসঙ্গে বাড়াবেন নিজের কর্মদক্ষতাকে! সকাল শুরু করুন একটু অন্যভাবে। 


সকালে উঠেই প্রথমে জোরে জোরে শ্বাস নিন। এর ফলে অক্সিজেন পৌঁছবে সারা শরীরে। তা মস্তিষ্কে পৌঁছলেই কাজে মনযোগ দেওয়া সম্ভব হবে। এরপর শান্তভাবে বসুন। ধ্যান করা শুরু করুন। এর ফলে আপনার স্মৃতিশক্তি উর্বর হবে। সতেজ মন সর্বদা শরীরকে সুস্থ রাখতে পারে। এরপর যোগা করুন। এর ফলে শরীরে রক্ত সঞ্চালন ভাল হয়। সুস্থ সবল দেহ মন সতেজ রাখতে সাহায্য করে। ছোট ছোট বিষয়গুলি খেয়াল করুন। এর ফলে মস্তিষ্ক ক্ষুরধার হবে।


প্রতিনিয়ত শরীরচর্চা করুন। এর ফলে শরীরে রক্ত চলাচল ভাল হবে। অঙ্ক করুন রোজ। নিয়মিত অঙ্ক কষলে বুদ্ধি খুলবে আপনার। সবসময় মনে করার চেষ্টা করুন গতকাল আপনি কী করেছেন! দরকারে সেগুলো লিখে ফেলুন। এর ফলে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়বে।