যশ অভিনীত ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ মুক্তি পেতে চলেছে ১৯ মার্চ, ২০২৬। মুক্তির দিন এখনও অনেক দূরে, কিন্তু পোস্টার প্রকাশের কৌশলেই ইতিমধ্যে ভারতীয় ছবির দুনিয়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এই ছবি। যশের একেবারে নতুন অবতার, তার সঙ্গে পাঁচ শক্তিশালী নারী চরিত্র, সব মিলিয়ে ‘টক্সিক’ ধীরে ধীরে তৈরি করছে উচ্চ প্রত্যাশার আবহ।
2
10
‘কেজিএফ’-এর পর যশকে এবার দেখা যাবে একেবারে আলাদা মেজাজে। পরিচালক গীতু মোহানদাসের ছবিতে তিনি যেমন রুক্ষ, তেমনই স্টাইলিশ ও রহস্যময়। পোস্টারগুলো স্পষ্ট ইঙ্গিত দেয় এই গল্পের কেন্দ্রে যশ থাকলেও, তার চারপাশের নারী চরিত্রগুলিই ছবির সম্পর্কের জটিলতা ও আবেগের গভীরতা তৈরি করবে।
3
10
গ্যাংস্টার ঘরানার গল্পের মধ্যে রূপকথার ছোঁয়া, এই ককটেলেই যশের কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ছবি।
4
10
কিয়ারা আদবানির 'টক্সিক' পোস্টারে তাঁর চরিত্রের নাম প্রকাশ পেয়েছে –‘নাদিয়া’। সাজপোশাক ও মুখের অভিব্যক্তিতে ধরা পড়েছে এক ধরনের সংযত যন্ত্রণা। ‘নাদিয়া’ যেন এমন এক নারী, যিনি একদিকে দৃঢ়, অন্যদিকে ভাঙনের প্রান্তে দাঁড়িয়ে। এই চরিত্র যশের জগতে কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়েই কৌতূহল বেড়েছে।
5
10
হুমা কুরেশির ‘এলিজাবেথ’ চরিত্রটি আরও গাঢ়, আরও রহস্যময়। গথিক আবহে সাজানো পোস্টারে রয়েছে পুরনো দিনের আভিজাত্য ও অজানা গভীরতার ছাপ। ‘এলিজাবেথ’-এর উপস্থিতি ছবির গল্পে অন্ধকার ও নাটকীয় মাত্রা যোগ করবে বলেই ইঙ্গিত।
6
10
নয়নতারাকে দেখা গেছে ‘গঙ্গা’ চরিত্রে -এক হাতে বন্দুক, পেছনে ঝলমলে ক্যাসিনো। তাঁর ভঙ্গিমায় স্পষ্ট কর্তৃত্ব। ‘গঙ্গা’ এমন এক নারী, যিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন এবং নিজের সিদ্ধান্ত নিজেই নেন। প্রচণ্ড ঝুঁকি ও ক্ষমতা নিয়ে খেলার এক নারীর ইঙ্গিত দেয় এই পোস্টার।
7
10
তারা সুতারিয়ার ‘রেবেকা’ চরিত্রে গ্ল্যামার আর বিপদের মেলবন্ধন। রেট্রো হেয়ারস্টাইল, অফ-শোল্ডার পোশাক ও হাতে বন্দুক, সব মিলিয়ে ‘রেবেকা’ যেমন আকর্ষণীয়, তেমনই ভয়ংকর। এই চরিত্রের মাধ্যমে তারা প্রথমবার অ্যাকশন ঘরানায় নিজেকে প্রতিষ্ঠা করতে চলেছেন বলেই মনে করছেন অনেকে।
8
10
সবশেষে প্রকাশ পেয়েছে রুক্মিণী বসন্তের ‘মেলিসা’ চরিত্রের পোস্টার। হাই-স্লিট গাউনে তাঁর উপস্থিতি নজরকাড়া, কিন্তু শুধুই গ্ল্যামার নয়, ‘মেলিসা’ও যে যশের জগতের এক শক্তিশালী অধ্যায়, তা স্পষ্ট।
9
10
পরিকল্পিত ভাবে একের পর এক পোস্টার প্রকাশ করে ছবির নির্মাতারা টিজারের আগেই উত্তেজনা চরমে তুলেছেন। ৮ জানুয়ারি ২০২৬ যশের ৪০তম জন্মদিনে মুক্তি পাবে ছবির টিজার। সব ঠিক থাকলে ১৯ মার্চ, ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’, যেখানে বক্স অফিসে মুখোমুখি লড়াই হবে ‘ধুরন্ধর: পার্ট ২’-এর সঙ্গে।
10
10
সব মিলিয়ে ‘টক্সিক’ শুধু যশের নতুন ছবি নয়, ২০২৬ সালের অন্যতম বড় সিনেম্যাটিক ইভেন্ট হয়ে ওঠার পথে এগোচ্ছে, পোস্টারেই সেই বার্তা স্পষ্ট ।