হিমাঙ্কের কাছাকাছি পারদ পৌঁছতেই, কনকনে শীতে কাঁপতে শুরু করেন অনেকে। কিন্তু পারদ যদি মাইনাস ৫০ ডিগ্রিতে পৌঁছে যায়! সেই আবহে দিনের পর দিন টিকে থাকাই যুদ্ধের সমান।
2
7
রাশিয়ার অয়মিয়াকন। অয়মিয়াকন নদীর নামানুসারে নামকরণ করা হয়েছে এই অঞ্চলের। সেপ্টেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত তাপমাত্রা হিমাঙ্কের নীচে থাকে।
3
7
১৯৩৩ সালে ফেব্রুয়ারি মাসে এই অঞ্চলে পারদ নেমেছিল মাইনাস ৬৭.৭ ডিগ্রি সেলসিয়াসে। শীতকালে সাধারণ সর্বনিম্ন তাপমাত্রা থাকে মাইনাস ৪৫ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
4
7
একাধিক গরম পোশাক পরে, কাঠকয়লা জ্বালিয়েই খানিকটা সুস্থ থাকার চেষ্টা করেন এই এলাকার বাসিন্দারা। মাত্র কয়েকশো মানুষের বসবাস এখানে।
5
7
কানাডার ইয়েলোনাইফ শহর। ২০ হাজার মানুষের বসবাস এখানে। সর্বনিম্ন তাপমাত্রা নামে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে। এখানেই রয়েছে সোনা ও হীরের খনি।
6
7
কাজাখস্তানের আস্তানা। বিশ্বের অন্যতম শীতলতম শহরের তালিকায় প্রথম দিকেই রয়েছে এটি। শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যায় মাইনাস ৫১.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়।
7
7
নরওয়ের লংইয়ারবাইন। শীতের সময় একটানা ঘন অন্ধকারে ডুবে থাকে ছিল শহর। আলোর মুখ দেখতে পান না সাধারণ মানুষ। হিমাঙ্কের বহু নীচে থাকে সর্বনিম্ন তাপমাত্রা। পোলার বিয়ার থাকার জন্য স্থানীয়দের কাছে আত্মরক্ষার জন্য রাইফেল রাখা থাকে।