করবা চৌথের উপোস ভাঙার সামগ্রী কিনতে গিয়ে উত্তরপ্রদেশের হাপুরে মর্মান্তিক দুর্ঘটনার মুখে পড়লেন ৩৫ বছর বয়সী এক মহিলা। দুর্ঘটনাটি এতটাই বীভৎস ছিল যে, মহিলার দলা পাকানো দেহ থেকে হৃৎপিণ্ড রাস্তায় পড়ে থেকে স্পন্দিত হতে থাকল আরও বেশ কিছুক্ষণ। প্রত্যক্ষদর্শীরা সেই দৃশ্য দেখে শিউড়ে উঠেছেন।
2
6
গত বুধবার ভাটিয়ানা গ্রামের বাসিন্দা অনুরাধা এবং হরিওম মোটরবাইকে চেপে বাজারে যাচ্ছিলেন। তখনই ধৌলানা-গুলওয়াথি রোডে দুর্ঘটনাটি ঘটে। গুলওয়াথি মার্কেটে যাওয়ার পথে রাস্তার উল্টোদিক থেকে আসা একটি মালবোঝাই লরি রাস্তার খানখন্দ বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেল। এরপরেই সেটি হরিওমের বাইকে ধাক্কা মারে। সস্ত্রীক হরিওম রাস্তায় ছিটকে পড়েন।
3
6
আঘাত এতটাই গুরুতর ছিল যে, অনুরাধার দেহটি দলা পাকিয়ে যায়। সবচেয়ে ভয়াবহ দৃশ্য, তাঁর হৃৎপিণ্ডটি রাস্তায় পড়ে আরও বেশ কিছুক্ষণ স্পন্দিত হতে থাকে। হরিওম তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে স্ত্রীকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেন। ঘটনার বীভৎসতায় অনেকে ঘটনাস্থল ছেড়ে চলেও যান।
4
6
গ্রামবাসী এবং পথচারীরা ঘটনাস্থলে ছুটে এসে আহত দম্পতিকে রাস্তার ধারে সরিয়ে নিয়ে যায় এবং তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেয়। স্থানীয় কিছু লোক এমনকি ট্রাক চালককে ধরে কর্তৃপক্ষের হাতে তুলে দেয়। অনুরাধার মৃতদেহ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
5
6
ট্রাক চালকের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং দুর্ঘটনার পরিস্থিতি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ আধিকারিক অনিতা চৌহান।
6
6
অনুরাধার মৃত্যুর পর তাঁর স্বামী হরিওম হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তাঁদের দুই ছেলে আয়ুশ এবং আরভ, তাদের মা হারানোর শোকে কাতর। (সব ছবি প্রতীকী)