আজকাল ওয়েবডেস্ক: বিশ্বাসই দাম্পত্যের বুনিয়াদ। সেই বিশ্বাস ভঙ্গ হলে কষ্ট হওয়াই স্বাভাবিক। উপরন্তু যদি নিজের মা সেই বিশ্বাস ভঙ্গের কারণ হয়, তাহলে মনে তো ধাক্কা লাগবেই। এমনই এক ঘটনার কথা সামনে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে নেটমাধ্যম রেডিটে।
2
9
১। অভিযোগকারিণী নিজের ‘যন্ত্রণা’র কথা সম্প্রতি নিজেই জানিয়েছেন নেটমাধ্যমে। রেডিট পোস্টে তিনি লিখেছেন, স্বামীর সঙ্গে তাঁর বিয়ে হয়েছে প্রায় ২২ বছর। তার আগে থেকেই অবশ্য একে অপরকে চিনতেন তাঁরা। বর্তমানে তাঁর মায়ের বয়স ৬০ এবং স্বামীর বয়স ৩৯।
3
9
২। মোট সাত ভাইবোন তাঁরা। মহিলার নিজেরও তিন সন্তান রয়েছে। ঘটনাচক্রে বিয়ের পর থেকেই তিনি তাঁর বাপের বাড়ির পাশেই একটি বাড়িতে থাকেন।
4
9
৩। কিন্তু এই ২২ বছরের আপাত সুন্দর জীবন হঠাৎ করেই মাথায় বাজ পড়ার মতো ঘটনা ঘটে ইংরেজি নববর্ষের রাতে। মহিলার দাবি, বান্ধবীদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন তিনি। হঠাৎ শরীর খারাপ লাগায় বাড়ি ফিরে আসেন। ভেবেছিলেন একটু ঘুমালে হয়তো শরীর ভাল লাগবে। কিন্তু যেই না শয়নকক্ষের দরজা খোলেন অমনি মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর।
5
9
৪। শয়নকক্ষে নিজের মা এবং স্বামীকে সঙ্গমরত অবস্থায় দেখে ফেলেন তিনি। প্রথমে ভেবেছিলেন হয়তো ক্ষণিকের পদস্খলন হয়েছে স্বামীর। কিন্তু তুমুল ঝগড়ার পর স্বামী নিজেই স্বীকার করেন, আজ নয়, বহু বছর আগে থেকেই চলছে এই সম্পর্ক।
6
9
৫। এখানেই শেষ নয়। স্বামী জানান, তাঁদের বিয়ের আগে থেকেই শারীরিক সম্পর্ক রয়েছে তাঁর এবং শাশুড়ির। যখন তাঁর বয়স ১৮ তখন থেকেই চলছে এসব।
7
9
৬। স্বামীর স্বীকারোক্তি শুনে আরও বড় ধাক্কা খান মহিলা। মনে প্রশ্ন জাগে, তাঁর তিন ছোট ভাই আদপে তাঁর স্বামীরই সন্তান নয় তো!
8
9
৭। গোটা বিষয় নিজের বাবা এবং ভাইবোনদের জানান মহিলা। কিন্তু তাঁর অভিযোগ, গোটা ঘটনায় উল্টে তাঁকেই দোষী সাব্যস্ত করেছেন তাঁর মা। মায়ের বক্তব্য এমন ঘটনা প্রকাশ করে নিজেই নিজের সংসার ভাঙছেন তিনি।
9
9
৮। তবে মায়ের কথায় কান দিতে নারাজ অভিযোগকারিণী। এক কাপড়ে নিজের তিন সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন তিনি। প্রকাশ পাওয়া মাত্রই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে তাঁর পোস্ট। এমন কঠিন সত্যি প্রকাশ্যে আনার জন্য অভিযোগকারী মহিলার সাহসকে সাধুবাদ জানাচ্ছেন নেটিজেনদের একটি বড় অংশ।